ঢাকা, ২৪ ডিসেম্বর- আগামী ১৫ থেকে ২৭ জানুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসছে আসন্ন ত্রিদেশীয় সিরিজ। তাই জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কান দল। ত্রিদেশীয় সিরিজের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ সিরিজও খেলবে তারা। এই সিরিজে শ্রীলঙ্কা দলের কোচ হয়ে আসছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আর এই হাথুরুকে নিয়েই নাকি যত চিন্তা বাংলাদেশের। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলার সময়ই বাংলাদেশ দলের এক সিনিয়র খেলোয়াড় বলছিলেন, সে তো আমাদের ভেতর-বাহির সবই জানে। অন্তত শ্রীলঙ্কা সিরিজটায় তাকে আটকানোর দরকার ছিল। এমনকি এই চিন্তার কথা বলেছেন খোদ বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান, সত্যি কথা বলতে কি, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা আমাদের জন্য মর্যাদার। আরও পড়ুন: কোহলির থেকে সেরা স্মিথ: ওয়ার্ন বাংলাদেশের সাবেক এই কোচের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হচ্ছে জানুয়ারিতে,তাও আবার বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই। তাই আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ যতটা চ্যালেঞ্জের, বিসিবির কাছে তার চেয়েও বেশি উদ্বেগের। গত সাড়ে তিন বছরের অভিজ্ঞতায় যেহেতু বাংলাদেশ দলের আদ্যোপান্ত সবই জানেন হাথুরে। এটাই বাংলাদেশের জন্য বড়ই চিন্তার বিষয়। হাথুরুকে নিয়ে যেমন বিসিবি চিন্তা করছে, বাংলাদেশ দলকে নিয়ে তেমনি চিন্তায় থাকার কথা হাথুরুরও। সাবেক শিষ্যরা না আবার গুরুমারা বিদ্যা ফলিয়ে বসেন! সূত্র: গো নিউজ২৪ আর/১০:১৪/২৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DawuzI
December 25, 2017 at 04:16AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top