নিউ ইয়র্ক, ১৭ ডিসেম্বর- নিউইয়র্কের টাইমস স্কয়ারের একটি বাস স্টেশনে বোমা বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশি নাগরিক আকাইদ উল্লাহকে আটক করা হয়েছে । আকাইদের এই কর্মকাণ্ডের কারণে নিজেদের ওপর ক্ষতিকর প্রভাব পড়ার শঙ্কায় চিন্তিত নিউ ইয়র্কে বসবাসকারী প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ। ওয়াশিংটন টাইমস জানিয়েছে, গত ১১ ডিসেম্বর টাইমস স্কয়ারের কাছে যুক্তরাষ্ট্রের সব থেকে বড় বাস স্টেশনে বোমা বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরই অভিবাসন নীতির সমালোচনা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি যুক্তরাষ্ট্র প্রবেশকারী বাংলাদেশিদের সেখানে বসবাসের ক্ষেত্রে আইনের বহুমুখীকরণের কথাও বলেন। হামলাকারী আকাইদ ২০১১ সালে নিউ ইয়র্কে স্থায়ী হওয়া তার এক আত্মীয়র মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে । আত্মীয়তার সূত্রে বিদেশীদের প্রবেশের এই সুবিধা জাতীয় নিরাপত্তার সঙ্গে বেমানান বলে উল্লেখ করেন ট্রাম্প । এরপর থেকে বিশেষ দক্ষতা সম্পন্ন ও সম্পদশালীরা যেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন সেই বিষয় নিয়ে কাজ করার প্রতিজ্ঞা ব্যক্ত করেন ট্রাম্প। ট্রাম্পের এই প্রতিজ্ঞাই আকাইদের এলাকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের কাছে ভয়ের কারণ হয়ে উঠেছে। সেখানে পোষাক সরবরাহকারী কোম্পানির কার চালক ফজলুল করিম(৪৫) বলেন, ট্রাম্প অভিভাসন ভিসা বন্ধ করতে যাচ্ছেন, যা প্রবাসী বাংলাশিদের জন্য ভালো হবে না । কারণ কিছু লোক তাদের পরিবারের জন্য অপেক্ষ করছেন । তারা স্ত্রী, সন্তাদের জন্য অপেক্ষা করছেন । যদি তারা আসতে না পারে, তা হবে খুবই কষ্টের । এই বিষয় নিয়ে আমরা শঙ্কিত। আর/১০:১৪/১৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2B64pNf
December 18, 2017 at 05:50AM
18 Dec 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top