টরন্টো, ১৭ ডিসেম্বর- আগামী ১৩ ইজানুয়ারী, ২০১৮ সোপান এডুকেশন সার্ভিস শারীরিক, মানসিক , এবং দৈহিকভাবে পিছিয়ে পরা শিশুদের দক্ষতা বৃদ্ধির উপর এক কর্মশালা আয়োজন করেছেন। অনুষ্ঠানটি ডানফোর্থ একসেস পয়েন্ট এ সকাল ১০:৩০ থেকে ১২:৩০পর্যন্ত। অনুষ্ঠানে OntariosPedagody for the Early Years How Does Learning Happens? এর উপর ভিত্তি করে আলোচনা এবং কর্মশালাটির আয়োজন করা হয়েছে।এই অনুষ্ঠানটির উদ্দেশ্য হল বাবা-মাদের তাদের শিশুর বয়স অনুযায়ী শারীরিক , মানসিক এবং সামাজিক গুণাবলীর বর্ধন প্রকাশ করতে পারছে কিনা এবং শিশুরা তার দক্ষতা বিকাশের সুযোগ পাচ্ছে কিনা এ বিষয়ে আলোকপাত করা। স্বাভাবিকভাবে বেড়ে উঠার জন্য সব বিষয়ে দক্ষতা সমানভাবে প্রযোজ্য।যেকোন একদিকের স্থূলতা অন্যদিকে মারাত্মকভাবে প্রভাব ফেলে।ভাষা এবং এর ব্যবহার স্বাভাবিক বেড়ে উঠার জন্য অত্যাবশ্যকীয়। এটা একজন সাধারণ মানুষ হিসেবে আমরা সবাই জানি এবংমানি।তবে অনেক সময় শিশুর কথোপকথনে বিলম্ব হওয়াটা অনেকে গুরুত্ব দেয়না।ঠিক হয়ে যাবে বলেই ধরে নেয়। দেরী হলেও হয়তো শিশুটি কথা বলা শুরু করে কিন্তু সমস্যাটা কোথায় হয় সেটাই আমাদের আলোচ্য বিষয়। শিশু বিশেষজ্ঞদের গবেষণায় দেখা যায় যে একটি শিশুর মেধারবিকাশ বা ব্রেইনডেভেলপমেন্ট এর ৯০% সম্পন্ন হয় ৫বছরের মধ্যে। এই ৫ বছরের মধ্যে একটি শিশু যা শিখবে তা সারা জীবনের শিক্ষা। যে শিশু এই ৫ বছরে শেখার সুযোগ পাবে না সে সবসময়ই পিছিয়ে থাকবে।অনেক ক্ষেত্রে শিক্ষার সুযোগ বা ক্ষমতাই বন্ধ হয়ে যায়। কারণ মস্তিষ্কের গঠন অনুযায়ী তা সম্ভব হয় না। Callaghan Wien(2012) অন্টারি ও মিনিস্ট্রিঅফ এডুকেশন এর Modernizing Child Care এর অনুষ্ঠানে বলেছিলেন , Children are competent, capable of complex thinking, curious, and rich in potential. শিশুর প্রাথমিক অন্তরায় কাটিয়ে উঠার সুযোগ করে দিন। যাতে তারা সুস্থ শরীর, মন, ও মেধার বিকাশ ঘটিয়ে সফল জীবন লাভ করতে পারে। যে কোন তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন। আর/১০:১৪/১৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2yRnPiU
December 18, 2017 at 04:57AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top