তাহিরপুরে বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ

নিজস্ব প্রতিনিধি:: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউয়েরগড় সীমান্ত থেকে ১০৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আজ বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। এর আগে গতকাল বুধবার (৬ই ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।

সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ জানান, বুধবার ভোরে লাউয়েরগড় সীমান্ত পিলার ১ হাজার ২০৫ এমপি-এর কাছ থেকে ১০৭ বোতল ভারতীয় অফিসার চয়েস ব্যান্ডের মদ জব্দ করা হয়। যার মূল্য ১ লাখ ৬০ হাজার ৫শ’ টাকা। এসময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2zYuide

December 07, 2017 at 09:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top