নিজস্ব প্রতিনিধি:: ছাতকে জাউয়া ইউনিয়নের কৈতক-আগিজাল সড়কের বোকা নদীর ওপর নির্মিত ব্রিজ ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত সোমবার (১১ই ডিসেম্বর) ব্রিজটি ভেঙ্গে পড়ে। পূর্ব-পশ্চিমমুখী বোকা নদীর উত্তরপার আগিজাল ও সাউদেরগাঁও গ্রামের ১০ সহস্রাধিক মানুষের যাতায়াত সুবিধার জন্য প্রায় ২৬ লাখ টাকার রাউলী-সাউদেরগাঁও সড়কে ও কৈতক-আগিজাল সড়কে পৃথক দুটি ব্রিজ নির্মাণ করা হয়।
এতে নির্মাণের শুরু থেকেই দুটি ব্রিজ ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। সোমবার প্রাকৃতিক কোনো বিপর্যয় ছাড়াই ব্রিজের মধ্যাংশ ভেঙ্গে পড়ে বোকা নদীতে। ফলে নদীপথ ও সড়কপথ উভয়ই বন্ধ হয়ে পড়ে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবুল মুনসুর মিয়া জানান, সকালে ব্রিজটি ভেঙ্গে পড়ার সংবাদ পেয়েছি। তবে ১৫-২০ বছর আগে নির্মিত ব্রিজটির ব্যাপারে তথ্য দিতে সময় লাগবে বলে তিনি জানান।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Aklj6f
December 13, 2017 at 09:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন