(আবুল কালাম আজাদ)
রাসূল (সা.) এর আদর্শে উজ্জীবিত হয়ে ইনসাফভিত্তিক
শান্তিপূর্ণ সমাজ গঠনে সোচ্চার হবার আহবান
আবুল কালাম আজাদ, ওসমানীনগর প্রতিনিধি:
হাজার হাজার মানুষের স্বতঃফুর্ত অংশগ্রহণে গতকাল (১.১২.২০১৭) শুক্রবার আধ্যাতিœক রাজধানী পুণ্যভূমি সিলেট নগরীতে অনুষ্ঠিত হলো বিশাল ও বর্ণাঢ্য ‘মুবারক র্যালি’। পবিত্র ঈদে মীলাদুন্নবী (স.) উপলক্ষে সুন্নীয়তের অতন্দ্র প্রহরী ছাত্র কাফেলা বাংলাদেশ আজুমানে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে অনুষ্ঠিত এ র্যালিতে অংশগ্রহণের জন্য সকাল হতেই সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ্ ইয়াকুবিয়া কামিল মাদরাসা ময়দানে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হতে শুরু করেন। ধীরে ধীরে ছাত্র-শিক্ষক, কিশোর-যুবক-বৃদ্ধসহ নানা পেশার নানা বয়সের মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে মাদরাসা ময়দান। সময়ের সাথে সাথে বাড়তে থাকে জন¯্রােত। বাদ জুমআ শুরু হয় র্যালি। নগরীর আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয় সালাত-সালাত ও নাতে রাসূল পরিবেশনার সুমধুর সুর লহরি। নবী করীম (সা.) এর শানে আশেকে রাসূলদের কন্ঠে কন্ঠে উচ্চারিত হয়-সালাম সালাম নবী সালাম সালাম,
বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আস্সালাম, আস সালাতু আলান নাবী….. এ রকম অগণিত নাত। এতে সৃষ্টি হয় এক অন্য রকম আমেজ। কালেমা খচিত ও রাসূল (সা.) আর শানে রচিত নানা কালজয়ী কবিতার শ্লোকে অঙ্কিত দৃষ্টিনন্দন ফেস্টুন ও সুদৃশ্য প্লেকার্ড হাতে নিয়ে বর্ণাঢ্য মুবারক র্যালিটি সুশৃঙ্খলভাবে নগরীর গুরুত্ত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ আনুজমানে তালামীযে ইসলামিয়ার পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাঃ) র্যালি বাস্তবায়ন কমিটি সিলেট এর উদ্যোগে আয়োজিত এ র্যালীতে নেতৃত্ব দেন উপমহাদেশের প্রখ্যাত ওলীয়ে কামিল শামসুল উলামা হযরত আলামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.)’র সুযোগ্য ছাহেবজাদা আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, অধ্যক্ষ মাওলানা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী, আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী , আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মকন মিয়া প্রমুখ।
সকাল ১০টা থেকে হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ্ ইয়াকুবিয়া কামিল মাদরাসা ময়দানে র্যালিপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.) বিশ্ব মানবতার মুক্তির দিশারী ও সৃষ্টিজগতের জন্য রহমতরূপে দুনিয়ায় আগমন করেছিলেন। পাপ-পঙ্কিলতায় ঘেরা বিশ্বে তাঁর আগমন ছিল সকল মানুষের জন্য মহা আনন্দের। তিনি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় তথা সার্বিক দিক থেকে অধঃপতনের চরম সীমায় নিমজ্জিত সমাজকে খোদায়ী নির্দেশনার আলোকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিলেন। দ্বন্ধ-সংঘাত, মারামারি, হানাহানিতে লিপ্ত মানব সমাজকে সোনার মানুষে পরিণত করেছিলেন। শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মানবতার মহান আদর্শে উজ্জীবিত করেছিলেন গোটা মানব সমাজকে। তিনি মানুষকে ইনসাফভিত্তিক শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল জীবন পরিচালনার বিষয়ে সার্বিক দিক-নির্দেশনা দিয়ে গেছেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের যথাযথ অধিকার নিশ্চিত করে গেছেন। তাঁর জীবনের প্রতিটি দিকই তাই সকলের জন্য অনুসরণীয়। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সকল ক্ষেত্রে তিনি সারা দুনিয়ার জন্য শ্রেষ্ঠতম আদর্শ। আজ তাঁর আদর্শ এ সমাজে বড় প্রয়োজন। বক্তারা মায়ানমার, কাশ্মীর, ফিলিস্তিন সহ দুনিয়ার দিকে দিকে ভয়াবহ মুসলিম নির্যাতনে ক্ষোভ প্রকাশ করেন এবং রাসূল (সা.) এর আদর্শে উজ্জীবিত হয়ে ইনসাফভিত্তিক শান্তিপূর্ণ সমাজ গঠনে সোচ্চার হবার আহবান জানান।
।
র্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফিজ কাওছার আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মুহাম্মদ উসমান গণি ও সদস্য সচিব এনাম উদ্দিন আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা মুফতী গিয়াস উদ্দিন চৌধুরী ছাহেবজাদায়ে ফুলতলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহর সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি রেদওয়া আহমদ চৌধুরী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি এডভোকেট মাওলানা আব্দুর রকিব, আনজুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা একেএম মনোওর আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিবুর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজির উদ্দিন পাশা, হাফিয নজীর আহমদ হেলাল, মাওলানা বেলাল আহমদ, মুহাম্মদ ফখরুল ইসলাম সাবেক সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, সিলেট জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর নোমান, নর্থইস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের লেকচারার নোমান আহমদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি দুলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক হুমায়ূনূর রহমান লেখন, সাংগঠনিক সম্পাদক আখতার হোসাইন জাহেদ, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ, অর্থ সম্পাদক ওলীউর রহমান সানী, অফিস সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নুমান, সহ অফিস সম্পাদক লিয়াকত আলী তালুকদার, প্রশিক্ষণ সম্পাদক জায়েদ আহমেদ চৌধুরী, সহ-প্রশিক্ষণ সম্পাদক মুহিবুর রহমান আখতার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সৈয়দ আহমদ আল জামিল, সহ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল মুহিত রাসেল, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সদস্য তৌরিছ আলী, ফারুক আহমেদ, সুহাইল আহমদ তালুকদার, সুলতান আহমদ, জুবায়ের আহমদ রাজু, সাইফুর রহমান চৌধুরী শিপু, বেলাল উদ্দিন কামরান, মাহমুদুর হাসান, আমির হোসাইন, ঢাকা মহানগরী সভাপতি কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মারজান আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা সভাপতি নিলুর রহমান, সিলেট পূর্ব জেলা সভাপতি আব্দুল খালিক রুহিল শাহ, পশ্চিম জেলা সভাপতি ফয়েজ আহমদ তাজির, সুনামগঞ্জ জেলা সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, হবিগনজ জেলা সভাপতি সৈয়দ শাহেদুল ইসলাম, শাবিপ্রবি সভাপতি নিজামুল আব্বাসী, মৌলভী বাজার জেলা সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক আহমেদ শরীফ, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল বাসিত আল হাসান, পশ্চিম জেলা সাধারণ সম্পাদক জাহেদুর রহমান, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শাহিন আলম, প্রাইভেট ইউনিভার্সিটি জোনের সাধারণ সম্পাদক মাহবুবুর প্রমুখ।
এতে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আনুজমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি আলমগীর হোসেন, সৈয়দ ইউনূছ আলী, সহ-সভাপতি মুহা. শরীফ উদ্দিন, আনুজমানে আল ইসলাহ সিলেট মহানগর সভাপতি আলহাজ শাহজাহান মিয়া, সিলেট জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা শোয়াইবুর রহমান,
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা:
তালামীযে ইসলামিয়া আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালীকে সফল ও সার্থক করে তোলাসহ সর্বাত্মক সহযোগিতার জন্য সর্বস্তরের সিলেটবাসী, প্রশাসন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াকর্মীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন র্যাললি বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফিজ কাওছার আহমদ ও সদস্য সচিব এনাম উদ্দিন আহমদ। তারা র্যালির কারণে নগরবাসীর যাতায়াতে সাময়িক বিঘœ ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2jB7ut6
December 01, 2017 at 06:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন