রবীন্দ্রসঙ্গীত জগতে আরও এক যুগাবসান হল সোমবার। প্রয়াত হলেন সুবিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূরবী মুখোপাধ্যায়। বয়স হযেছিল ৮৩ বছর। রেখে গেলেন একমাত্র কন্যাকে। এদিন সন্ধ্যা ৬-৩০ নাগাদ নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী পূরবী মুখোপাধ্যায়। জানা গিয়েছে, বেশ কিছু দিন যাবত বিভিন্ন বার্ধক্যজনিত অসুখে তিনি ভুগছিলেন। কয়েক দিন আগে ভাইরাল জ্বরে আক্রান্ত হওয়ার পরে তিনি আরও দুর্বল হয়ে পড়েন। এদিন বিকেলে তাঁর নিঃশ্বাসের কষ্ট শুরু হলে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু তবু শেষরক্ষা হয়নি। মঙ্গলবার সকালে তাঁর দেহ পিস হাভেনে শায়িত থাকবে। পূরবীদেবীর মেয়ে আমেরিকায় প্রবাসী। আগামী শুক্রবার তিনি ফিরলে শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে খবর। শান্তিনিকেতনে কিংবদন্তী শিল্পী দেবব্রত বিশ্বাসের কাছে রবীন্দ্রসঙ্গীতের তালিম নেন পূরবীদেবী। এক সময় গুরুর সঙ্গে কলকাতার বিভিন্ন অনুষ্ঠানে দ্বৈত সঙ্গীত পরিবেশনে সুনাম কুড়িয়েছেন। পরবর্তীকালে বিশ্বভারতীর পরীক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। আকাশবাণী ও দূরদর্শনে নিয়মিত সঙ্গীত পরিবেশন করেছেন। তাঁর বহু রেকর্ড জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে। সূত্র: এইসময় আর/১৭:১৪/০৫ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2B1qIDo
December 05, 2017 at 11:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top