ঢাকা, ০৫ ডিসেম্বর- বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টার দিকে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জাগো নিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পুলিশ এখনও আটকের বিষয়টি স্বীকার করেনি। শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস বলেন, পুলিশের উপর হামলা, ভাঙচুর ও রাস্তা অবরোধ করে যানচলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে আমিনুল হক রয়েছে কিনা তা আমি নিশ্চিত নই। তবে প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকরা আমিনুলকে প্রিজনভ্যানে তুলতে দেখেছেন। উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়ার সময় বিএনপির অন্য নেতাদের মতো সেখানে উপস্থিত ছিলেন আমিনুল। এ সময় বাড়ি ফেরার পথে তাকে আটক করা হয়। সূত্র: জাগোনিউজ২৪ আর/১৭:১৪/০৫ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BJlskS
December 05, 2017 at 11:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top