বান্ধবীর সাহায্য নিয়ে নিজের বিয়ে রুখল নাবালিকা

রায়গঞ্জ, ৯ ডিসেম্বরঃ বান্ধবীর সাহায্য নিয়ে নিজের বিয়ে রুখল এক কিশোরী। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর ব্লকের সাহাপুর ১ নম্বর গ্ৰাম পঞ্চায়েতের সাহাপুর গ্ৰামে। বাল্য বিবাহ রুখতে দীর্ঘ প্রচারাভিযান চালাচ্ছেন রাজ্য ও কেন্দ্র সরকার। আজকের ঘটনা প্রচারের সুফলেরই প্রতিফলন। জানা গিয়েছে, সাহাপুর গ্রামের আসারু সিংহের মেয়ে ১৩ বছরের টলিন সিংহ। স্থানীয় স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্রী সে। পারিবারিক সূত্রে এক সুপাত্র জোটে। টলিনের মতামতকে গুরুত্ব না দিয়ে বিয়ের দিন নির্ধারিত হয়। এরপরই আসে নাটকীয় মোড়। সপ্তম শ্রেণীর ওই ছাত্রী তার এক বান্ধবীকে এই বিয়েতে অমত এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না করার কথা জানায়। সে আরও জানায়, প্রশাসনের সহযোগিতা নিয়ে বিয়ে রুখবে। এরপর তারা সমস্ত ঘটনা চাইল্ড লাইনের এক কর্মীকে জানায়। খবর দেওয়া হয় গোয়ালপোখর থানার ওসি সহ বিডিওকে। খবর পেয়ে সাহাপুরে প্রশাসনের কর্তারা ঘটনাস্থলে পৌঁছয়। গোয়ালপোখর ব্লকের জয়েন্ট বিডিও হারাধন অধিকারী জানান, মেয়েটির বাবা খুব গরিব। মামা বিয়ে ঠিক করেন। অবশেষে মেয়েটির পরিবারকে অপ্রাপ্ত বয়সের মেয়েদের বিয়ে দেওয়ার কুফলগুলি বোঝানোর পরে অভিভাবকেরা সচেতন হয়ে বিয়ে না দেয়ার কথা মেনে নেন। গোয়ালপোখর ব্লকের বিডিও রাজু শেরপা জানিয়েছেন, মেয়েটির বাবাকে বলা হয়েছে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিয়ে দেওয়ার সময় আর্থিক সাহায্য করা হবে।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BPfwpN

December 09, 2017 at 10:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top