কানাইঘাটে বিজয় দিবস পালনের লক্ষ্যে আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি:: সিলেটের কানাইঘাটে বিজয় দিবস পালনের লক্ষ্যে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসাবে প্রতিটি ভোট কেন্দ্রে কমিটি গঠন উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ২ টায় পৌরসভাস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাবেক পৌর মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সদস্য নজির উদ্দিন প্রধানের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরুল হক, আব্দুল লতিফ, হাজী মখদ্দুস আলী, হোসেন আহমদ, ফারুক আহমদ, কাউন্সিলর মাসুক আহমদ, খলিল আহমদ, জুবায়ের আহমদ, সামছুল ইসলাম, ফখর উদ্দিন, আলিম উদ্দিন, নাজিম উদ্দিন, তমিজ উদ্দিন মেম্বার, সাহেদ আহমদ, আবুল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সাধারণ মাসুক আহমদ সহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা আওয়ামীলীগকে সুসংগঠিত করতে উপজেলার বিভিন্ন ইউপি থেকে আগত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসাবে প্রতিটি ভোট কেন্দ্রে কমিটি গঠন, সদস্য নবায়ন কর্মসূচী ও বিজয় দিবস পালনের নানা পদক্ষেপ গ্রহণ করেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2APDvI8

December 09, 2017 at 10:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top