মুম্বই, ১৫ ডিসেম্বরঃ ৯০তম আকাডেমি অ্যাওয়ার্ডসে বেষ্ট ফরেন ল্যাঙ্গুয়েজ বিভাগে প্রতিযোগিতার দৌড়ে ভারতের পক্ষ থেকে নাম লিখিয়েছিল রাজকুমার রাও অভিনীত নিউটন ছবিটি। কিন্তু ভোটিংএ শেষ পর্যন্ত অস্কার দৈড় থেকে ছিটকে গেল নিউটন। অমিত মসুরকরের এই ব্ল্যাক কমেডি যে প্রত্যাশা বাড়িয়ে তুলেছিল, এই খবরে সিনেপ্রেমীরা হতাশ হবে তা নতুন করে বলার কিছু নেই।
বেস্ট ফরেন ফিল্ম বিভাগে ২০০১ সালে শেষ প্রথম পাঁচে জায়গা করে নিয়েছিল লগান ছবিটি। যদিও পুরস্কার আসেনি ভারতের ঝুলিতে। নিউটনকে ঘিরে যে আশা ছিল তাতেও হতাশাই উঠে এল। লস অ্যাঞ্জেলেসে আগামী বছর ৪ মার্চ অস্কার প্রদান অনুষ্ঠানটি হতে চলেছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Bpmfds
December 15, 2017 at 02:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন