নয়াদিল্লি, ৮ ডিসেম্বরঃ ঐতিহাসিক রায় দিল সুপ্রিমকোর্ট। দেশের শীর্ষ আদালত জানাল, কোনও মহিলা যদি অন্য কোনও ধর্মের পুরুষকে বিয়ে করেন, তাহলে বিয়ের পর ওই মহিলাকে স্বামীর ধর্ম গ্রহণটা বাধ্যতামূলক নয়। ভিনধর্মে বিয়ের ক্ষেত্রে বিয়ের পরই স্বামীর ধর্মবিশ্বাস পালন করতে বাধ্য করা যায় না কোনও মহিলাকে। এটা একমাত্র ওই মহিলার ব্যক্তিগত সিদ্ধান্ত, তিনি কোন ধর্মবিশ্বাস পালন করবেন। স্পষ্ট জানাল সুপ্রিমকোর্ট। এক পার্সি মহিলার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এই রায় দেয় প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন সু্প্রিম কোর্টের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ।
জানা গিয়েছে, পার্সি রীতি অনুযায়ী কোনও পার্সি মহিলা যদি হিন্দু ধর্মাবলম্বী পুরুষকে বিয়ে করেন, তাহলে তিনি আর পার্সি ধর্মাবলম্বী থাকবেন না। এমনকী, ওই মহিলার বাবার শেষকৃত্যে হাজির থাকতে পারবেন না। এমনটাই ঘটেছিল গুলরথ এম গুপ্ত নামে এক পার্সি মহিলার সঙ্গে। ২০১০ সালে গুজরাট হাইকোর্ট পার্সিদের এই আইন বহাল রাখে। তিনি এক হিন্দুকে বিয়ে করেছিলেন। তারপরে নিজের বাবার শেষকৃত্যে যোগ দিতে গিয়ে প্রত্যাখ্যাত হন। তারপরে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন গুলরথ।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন জানায়, আইনে কোথাও এমন বলা নেই, একজন মহিলা অন্য ধর্মের পুরুষকে বিয়ে করলে তাঁর ধর্মীয় পরিচয় হারাবেন। স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বলা হয়েছে, দুই ভিন্ন ধর্মাবলম্বী মানুষ বিয়ে করে নিজেদের ধর্ম বজায় রাখতে পারেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2kA3Sf7
December 08, 2017 at 04:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন