শিলিগুড়ি, ১২ ডিসেম্বরঃ নতুন বছরের শুরুতেই জল কষ্টে ভুগতে হবে শহরবাসীকে। মঙ্গলবার এমনটাই জানিয়েছে শিলিগুড়ি পুরনিগম। এদিন পুরনিগমে এক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এশিয়ান হাইওয়ের কাজের জন্য ফুলবাড়ির কামরাঙাগুড়ির কাছে জলের পাইপ সরানোর কাজ করা হবে। সেজন্য জানুয়ারী মাসের ৩ থেকে ৬ তারিখ পর্যন্ত শহরে জল সরবরাহ বন্ধ থাকবে। যেকয়দিন জল বন্ধ থাকবে সেকয়দিন ১ লক্ষ জলের পাউচ দেওয়া হবে। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে জলের ট্যাংকের ব্যবস্থা থাকবে। আর এই পুরো বিষয়টি দেখাশোনার জন্য এদিন একটি কমিটি গঠন করা হয়েছে।
সংবাদদাতাঃ ভাস্কর বাগচী
ছবিঃ তপন দাস
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AbZaau
December 12, 2017 at 05:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন