কপিল-গাভাস্কারদের পরে ভারত ক্রিকেটের দায়িত্ব নেন শচিন-গাঙ্গুলিরা। এরপরই বর্তমান প্রজন্মের দায়িত্বভার ধোনি-কোহলিদের ওপর অর্পিত। তবে বর্তমান ভারতকে বিশ্ব ক্রিকেটে প্রথম সারিতে আনা দুই ক্রিকেটার বিরাট-ধোনি দেশটির সর্বকালের সেরা কিংবদন্তিদের তালিকায় ইতোমধ্যেই স্থান করে নিয়েছেন। দেশটির জনপ্রিয় একটি পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করলেন ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ উপলক্ষে এই সাক্ষাৎকারটি নেওয়া হয়। আরও পড়ুন:হাথুরুকে পেয়ে খুশি শ্রীলঙ্কা, দিতে চায় কাজের স্বাধীনতা ভারতীয় দলের প্রধান কোচের মতে, সর্বকালের সেরা পাঁচ ভারতীয় ক্রিকেটার বাছতে বসলে তিনটি নাম চিরন্তনভাবেই চলে আসে। সুনীল গাভারস্কার, কপিল দেব এবং শচীন টেন্ডুলকার। তাদের আগে বা পরের প্রজন্মে অনেক বিখ্যাত এবং বিশেষ দক্ষতার ক্রিকেটার এসেছেন। কিন্তু প্রভাবের দিক থেকে সবাইকে ছাপিয়ে যাচ্ছেন বর্তমান প্রজন্মের দুই খ্যাতিমান ধোনি এবং কোহলি। গাভাস্কার, কপিল, শচীন, ধোনি ও কোহলি। ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা পঞ্চক? এই পাঁচজনের সঙ্গেই ভারতীয় ড্রেসিংরুমে সময় কাটিয়েছেন রবি শাস্ত্রী। হয় সতীর্থ ক্রিকেটার হিসেবে, নয়তো কোচের ভূমিকায়। শাস্ত্রী বলেন, কোহলি ইতোমধ্যেই গ্রেটদের মধ্যে জায়গা করে নিয়েছে। আরো অনেক দূর যাবে। অন্তত আরো সাত-আট বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট তো খেলবেই। এরপরই তিনি মন্তব্য করেন, এ তালিকায় আরেকজনের নাম রয়েছে- মাহেন্দ্র সিং ধোনি তথ্যসূত্র: গো নিউজ২৪ আরএস/১০:০০/২১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Bc0DxZ
December 21, 2017 at 07:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top