কলকাতা, ০১ জানুয়ারি- চলতি বছরেই ফের উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়। টানা বনধে নাজেহাল পাহাড়ে ঘটে বিক্ষিপ্ত হিংসার ঘটনা। এবছরই তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দিয়েছেন মুকুল রায়। আর বছরের প্রায় শেষে সামনে আসে কলকাতার দুটি স্কুলে পড়ুয়াদের যৌন নির্যাতনের ঘটনা। এভাবেই শেষ হতে চলেছে ঘটনাবহুল একটা বছরের। তার আগে আর একবার ফিরে দেখব সেই ঘটনাগুলি। উত্তপ্ত ভাঙড় পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে চলতি বছরের শুরু থেকে বিভিন্ন সময় উত্তপ্ত হয়েছে ভাঙড়। জানুয়ারির শুরুতে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এর কয়েক মাস পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। কিন্তু, চলতি মাসের শেষ দিকে ওই আন্দোলনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়। উত্তপ্ত পাহাড় পৃথক গোর্খাল্যান্ডের দাবিতে বছরের মাঝামাঝি সময় থেকে উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ভানু ভবনের সামনে বিক্ষোভ দেখায় মোর্চা সমর্থকরা। তারপর থেকে থানা ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি পুলিশকর্মীদের উপর হামলাও চালানো হয়। পাহাড়ে বনধ এরপরই বনধ শুরু হয় পাহাড়ে। তারই মাঝে একাধিক জায়গায় ঘটতে থাকে বিক্ষিপ্ত হিংসার ঘটনা। এরই মাঝে সর্বদলীয় বৈঠকের ডাক দেয় রাজ্য সরকার। আর সেখান থেকেই পাহাড়ে বনধ ওঠার ইঙ্গিত পাওয়া যায় বিনয় তামাংয়ের গলায়। তার রেশ ধরেই কিছুদিন পর বনধ ওঠে পাহাড়ে। বিনয় তামাংকে মোর্চা থেকে বহিষ্কার বনধ প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোণার পর বিনয় তামাং মোর্চা নেতা বিমল গুরুঙের চোখে বিশ্বাসঘাতক হয়ে ওঠেন। দল থেকেও তাঁকে বহিষ্কার করা হয়। বিনয় তামাংকে মাথা করে GTA-তে নতুন বোর্ড এরপরই GTA তে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করে রাজ্য সরকার। ৮ সদস্যের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান হন বহিষ্কৃত মোর্চা নেতা বিনয় তামাং। ভাইস চেয়ারম্যান হন অনীত থাপা। পাহাড়ে SI অমিতাভ মালিকের মৃত্যু ১৩ অক্টোবর বিমল গুরুংকে গ্রেপ্তার করতে গিয়ে তাকভারের জঙ্গলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাজ্য পুলিশের SI অমিতাভ মালিকের। এই ঘটনায় আরও চারজন পুলিশকর্মী আহত হন। অভিযোগ ওঠে, গুরুংপন্থীদের গুলিতে মৃত্যু হয়েছে অমিতাভর। চিকিৎসায় গাফিলতির জেরে শিশুমৃত্যু অ্যাপোলো হাসপাতালে চিকিৎসায় গাফিলতির জেরে ১৯ এপ্রিল অ্যাপোলো হাসপাতালে কুহেলি নামে এক চার মাসের শিশুকন্যার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ কোলোনোস্কপি করার জন্য কুহেলিকে টানা ১০ ঘণ্টা না খাইয়ে রাখে। এর ফলেই সে মারা যায়। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্য কমিশনের তরফে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। পুরুলিয়ায় সূচবিদ্ধ শিশুকন্যা ১১ জুলাই পুরুলিয়া সদর হাসপাতালে সর্দি জ্বরের উপসর্গ নিয়ে ভর্তি করা হয় এক শিশু কন্যাকে। চিকিৎসা শুরুর পর একের পর এক এক্সরে রিপোর্ট দেখে হতবাক হয়ে যান চিকিৎসকরা। রিপোর্টে শিশুর দেহের হাড় ভাঙা ও যৌনাঙ্গে ক্ষতের চিহ্ন পাওয়া যায়। এছাড়া এক্সরে রিপোর্টে শিশুর শরীরের ভেতর সাতটি সূচ দেখতে পান চিকিৎসকরা। প্রথমে মুখ না খুললেও পরে চাপে মুখ খোলে শিশুর মা। জানা যায়, সনাতন ঠাকুর নামে এক ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে৷ পুলিশে অভিযোগ করে চাইল্ড লাইন পুরুলিয়া শাখা। এরপর ১৫ জুলাই ওই শিশুকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার অস্ত্রোপচার হয়। কিন্তু, ফুসফুসের সংক্রমণের জেরে ওই হাসপাতালেই শিশুর মৃত্যু হয়। পরে উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার করা হয় সনাতনকে। প্রয়াত তৃণমূল সাংসদ সুলতান আহমেদ ৪ সেপ্টেম্বর প্রয়াত হন তৃণমূল সাংসদ সুলতান আহমেদ। ওইদিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান। রোজ়ভ্যালিকাণ্ডে গ্রেপ্তার সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ়ভ্যালিকাণ্ডে তাপস পালের পর ৩ জানুয়ারি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে CBI। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে অনেক তথ্য গোপন করেছেন তৃণমূলের সাংসদ। তাঁর উত্তরে সন্তুষ্ট হননি গোয়েন্দারা। সেকারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়। মডেল সনিকা সিং চৌহানের মৃত্যু ২৯ এপ্রিল ভোরে রাসবিহারী মোড়ের কাছে একটি অভিজাত শপিংমলের সামনে গাড়ি দুর্ঘটনায় পড়েন বিক্রম ও সনিকা। দুজনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে মারা যান সনিকা। এরপর এই ঘটনার তদন্ত শুরু করে টালিগঞ্জ থানার পুলিশ। প্রায় ২৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিক্রমকেও দুবার জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এই মামলায় প্রথমে বিক্রমের বিরুদ্ধে ৩০৪-A ধারায় মামলা রুজু করা হয়। পরে আলিপুর আদালত থেকে জামিনও পান তিনি। রানিকুঠির স্কুলে যৌন নির্যাতন ক্লাস থ্রি-র এক পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে রানিকুঠির একটি বেসরকারি স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ তাঁরা ওই পড়ুয়াকে স্কুলের বাথরুমে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করেছে। ঘটনার পর অভিযুক্ত দুই শিক্ষককে গ্রেপ্তার করা হয়। বেহালার স্কুলে যৌন নির্যাতন রানিকুঠির পর বেহালার একটি বেসরকারি স্কুলের এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল স্কুলের দুই কর্মীর বিরুদ্ধে। ওই শিশুর পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশে জানিয়েও কোনও লাভ হয়নি। তারই প্রতিবাদে স্কুলের সামনে বিক্ষোভ শুরু করেন নির্যাতিতার পরিবারের সদস্য ও অন্য অভিভাবকরা। পরে অবশ্য এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। শিশুপাচার কাণ্ডে গ্রেপ্তার জুহি চৌধুরি শিশুপাচার কাণ্ডে খড়িবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় BJP নেত্রী জুহি চৌধুরিকে। ঘটনার সঙ্গে নাম জড়ায় BJP নেত্রী রুপা গঙ্গোপাধ্যায়েরও। পরে ১১ ডিসেম্বর জুহি চৌধুরির জামিনের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্ট। খেলতে গিয়ে নাবালকের চোখে ঢুকল পেরেক খেলতে গিয়ে চোখে পেরেক ঢুকে গিয়েছিল বছর ১০-র করিম মোল্লার। চোখে অর্ধেক পেরেক ঢোকা অবস্থায় চিকিৎসার জন্য তাকে নিয়ে এ হাসপাতাল থেকে সে হাসপাতালে ছুটতে হয় পরিবারের সদস্যদের। পাঁচ পাঁচটি সুপার স্পেশালিটি হাসপাতাল ফেরত পাঠানোর পর তাকে নিয়ে যাওয়া NRS-এ। সেখানেও চিকিৎসকরা প্রথমে অস্ত্রোপচারে সম্মতি দেয়নি। পরে অবশ্য সেখানেই অস্ত্রোপচার করা হয়। চোখ থেকে বের হয় পেরেক। আরও পড়ুন: আসামে মধ্যরাতে প্রকাশ হচ্ছে নাগরিক তালিকা, মুসলিমদের মধ্যে আতঙ্ক মুকুল রায়ের দল পরিবর্তন একসময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড ছিলেন। কিন্তু, সারদা কেলেঙ্কারিতে CBI তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার পর থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়ে। গতবছর বিধানসভা নির্বাচনের আগে ফের তৃণমূলনেত্রী তাঁকে দলের সর্বভারতীয় সাধারণ সহ-সম্পাদক করেন। কিন্তু, কয়েকমাস আগে থেকে ফের তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করে মুকুল রায়ের। শেষপর্যন্ত দুর্গাপুজোর সময় তিনি ঘোষণা করেন, তৃণমূল কংগ্রেস ত্যাগ করছেন। এরপরই জল্পনা শুরু হয় যে তিনি BJP-তে যোগ দেবেন। সব জল্পনার অবসান ঘটিয়ে ৩ নভেম্বর BJP-তে যোগ দেন মুকুল। এআর/১২:০৫/০১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lwXov9
January 01, 2018 at 06:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top