কলকাতা, ২৬ জানুয়ারিঃ প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেত্রী সুপ্রিয়া দেবী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। ভোর ৬টা ২০ মিনিট নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মৃত্যু হয় সুপ্রিয়া দেবীর। শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগত্।
বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। অবশেষে আজ সকালে উত্তম অধ্যায়ের সমাপ্তি টেনে দিয়ে চলে গেলেন তাঁর জায়া।
১৯৩৫ সালের ৮ জানুয়ারি তৎকালীন বর্মায় জন্মগ্রহণ করেন সুপ্রিয়া দেবী। মাত্র ৭ বছর বয়সেই অভিনয় জগতে প্রবেশ। ২০০৬ সাল পর্যন্ত বাংলা ছবিতে অভিনয় করেছেন সুপ্রিয়া দেবী৷
শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাংলার কালজয়ী অভিনেত্রীর মৃত্যু খুবই দুঃখজনক৷ ছবির মাধ্যমেই তাঁকে আমরা মনে রাখব৷ তাঁর পরিবার ও ফ্যানদের আমার সমবেদনা৷’
শোক প্রকাশ করেছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, সন্ধ্যা রায়, প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, গৌতম ঘোষও।
বালিগঞ্জের বাড়ি থেকে বিকেল ৩.৫০ নাগাদ মৃতদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। ৩ ঘন্টা সেখানে থাকবে মৃতদেহ। কেওড়াতলা মহাশ্মশানে দেওয়া হবে হবে গার্ড অফ অনার।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DCbi6e
January 26, 2018 at 12:17PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.