আজ ৬৯তম সাধারণতন্ত্র দিবস, দিল্লির রাজপথে কুচকাওয়াজ

নয়াদিল্লি, ২৬ জানুয়ারিঃ আজ ৬৯তম প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষ্যে দিল্লির রাজপথে এদিন ভারতের সামরিক শক্তির পাশাপাশি সংস্কৃতি ও উন্নয়নের ছবি তুলে ধরা হচ্ছে। এ বছরের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ১০টি আসিয়ানভুক্ত দেশের রাষ্ট্রনেতা।

থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিনস, সিঙ্গাপুর, মায়ানমার, কাম্বোডিয়া, লাওস ও ব্রুনেই। এই ১০টি রাষ্ট্র প্রধান আজ রাজপথে প্রজাতন্ত্র দিবসের প্যারাডে প্রধান অতিথি হিসেবে রয়েছেন। প্যারাড শুরু হয়েছে ১০টি রাষ্ট্রের পতাকার সমাহারে, ভারতীয় সেনার হাতে ছিল এই পতাকা। এই দেশগুলিতে ভারতীয় শিক্ষা, সংস্কৃতি, ধর্ম ও বাণিজ্যের প্রসার কীভাবে ঘটেছে তা তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমর জওয়ান জ্যোতিতে শহিদ সেনাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানান।

এ বছরের প্যারাডের প্রধান আকর্ষণ বিশ্বের একমাত্র সুপারসনিক ক্রজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস, যা দেশের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এ বছর ফ্লাই পাস্টে যোগ দেবে মোট ৩৮টি বিমান, যার মধ্যে ২১টি যুদ্ধ বিমান, ১২টি হেলিকপ্টার ও ৪টি পরিবহণ সংক্রান্ত বিমান।

সেনাবাহিনীর মধ্যে থাকবে পঞ্জাব রেজিমেন্ট, মরাঠা লাইট ইনফ্যান্ট্রি, ডোগরা ও লাদাখ স্কাউটস। প্যারাডে যোগ দেবে বায়ুসেনা, নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী, আইটিবিপি, এসএসবি ও দিল্লি পুলিশ। এবছরের বিশেষ আকর্ষণ বিএসএফের মহিলা বাইক আরোহীদের বাইক স্টান্ট।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2E8CHxD

January 26, 2018 at 11:56AM
26 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top