মহারাষ্ট্রে বাস নদীতে পড়ে নিহত ১৩


আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্যের কোলহাপুরে যাত্রীবাহী বাস নদীতে পড়ে অন্তত ১৩ জন নিহত ও দুইজন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৬ জানুয়ারি) রাত প্রায় পৌনে ১২টার দিকে বাসটি ১৬ জন যাত্রী নিয়ে পঞ্চগঙ্গা নদীতে পড়ে যায় বলে জানিয়েছে পুলিশ, খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

মুম্বাই থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে কোলহাপুরের শিবাজি সেতুতে ওঠার পর চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনাটি ঘটে।

বাসটি গানপাটিপুলে থেকে পুনে যাচ্ছিল বলে কোলহাপুরের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে বলে জানিয়েছেন তিনি।

১১ জন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পর সেখানে অপর একজন মারা যান। পরে ঘটনাস্থল থেকে একটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2nc7mDa

January 27, 2018 at 01:18PM
27 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top