যারা আন্দোলনের নামে গণহত্যা চালিয়েছে তাদের সবার বিচার কাজ শুরু হবে


সুরমা টাইমস ডেস্ক ঃঃ যারা ২০১৩-১৪ সালে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে তাদের সবার বিচার হবে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। শনিবার সকালে মাদারীপুরে সরকারি ডনোভান বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযদ্ধের সময় যারা মানুষ হত্যা করেছে, যারা ধর্ষণ করেছে, যারা বঙ্গবন্ধুকে খুন করেছে- তাদের সবার বিচার হয়েছে। তেমনি ২০১৪-১৫ সালে যারা আন্দোলনের নামে গণহত্যা চালিয়েছে তাদের সবার বিচার কাজ শুরু হবে।

শাজাহান খান বলেন, বর্তমান সরকারের স্বপ্ন হলো মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করা। সোনার বাংলা প্রতিষ্ঠা করা। তাই প্রত্যেক বাবা-মাকে তার সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মেদের সভাপতিতত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, সরকারি ডনোভান বালিাকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার খানসহ অন্যরা।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rEsV3W

January 27, 2018 at 01:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top