সুরমা টাইমস ডেস্ক ঃঃ আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কুড়িগ্রামের মনিডাকুয়া এনামুল হকের স্ত্রী নুরেজা বেগম (৩০) ও পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার মোস্তফা মিয়ার স্ত্রী আরজিনা বেগম (২৮)।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের একটি সূত্র জানায়, বার্ন ইউনিটসহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত অগ্নিদগ্ধ ১৫ নারীর মৃত্যু হলো। এখনও রংপুর বিভাগের বিভিন্ন জেলার প্রায় ৫৫ ব্যক্তি বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। তাদের বেশিরভাগের শরীরের ৩০ থেকে ৫০ ভাগ পুড়ে গেছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ও বার্ন ইউনিটের চিকিৎসক আব্দুল হক পলাশ জানান, বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় এই দুই নারী মৃত্যুবরণ করেন। তাদের শরীরের ৬০ ভাগ পুড়ে গিয়েছিল।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rjuOCQ
January 18, 2018 at 05:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.