অনশন কর্মসূচিতে ৬৭ জন শিক্ষক-কর্মচারী অসুস্থ


সুরমা টাইমস ডেস্ক: জাতীয়করণের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন পাঁচটি বেসরকারি শিক্ষক-কর্মচারী সংগঠনের মোর্চা বেসরকারি শিক্ষা জাতীয়করণ লিঁয়াজো ফোরাম।

পাঁচদিনের টানা অবস্থান কর্মসূচির পর গত ১৫ জানুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এ অনশন কর্মসূচিতে ৬৭ বেসরকারি শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।

লিঁয়াজো ফোরামের আহ্বায়ক আবদুল খালেক বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতীয়করণের ঘোষণা না এলে আমরা রাজপথ ছাড়বো না। আমরণ অনশন চলবে। নন-এমপিও শিক্ষক ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের দাবি সরকার মেনে নিয়েছে। আমাদের দাবিও সরকারকে মানতে হবে।

তিনি বলেন, আমাদের ৬৭ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। শিক্ষা জাতীয়করণ আমাদের প্রাণের দাবি। এ দাবি মেনে না নিলে শিক্ষার সুফল পাওয়া যাবে না।

শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে পাঁচটি শিক্ষক সংগঠন মিলে লিঁয়াজো কমিটি গঠন করেছে। সংগঠনগুলো হলো- বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল), বাংলাদেশ শিক্ষক সমিতি (শাহ আলম-জসিম), বাংলাদেশ শিক্ষক ইউনিয়ন এবং জাতীয় শিক্ষক পরিষদ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2mIUyTJ

January 18, 2018 at 05:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top