ঢাকা, ১৯ জানুয়ারি- ত্রিদেশীয় সিরিজে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর বারোটায়। আজকের ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারে টাইগাররা। স্পিনার সানজামুল ইসলামকে বসিয়ে একাদশে রাখা হতে পারে মিরাজকে। শ্রীলঙ্কা দলে বেশ কয়েকজন বাঁ-হাতি ব্যাটসম্যান রয়েছে। সেক্ষেত্রে ডানহাতি মিরাজকে উপযোগী মনে করা হয়েছে। গতদিন জিম্বাবুয়ের বিপক্ষে বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলাম খারাপ বোলিং করেছেন সেটা নয়। জিম্বাবুয়ের বিপক্ষে তিনি দশ ওভার বল করে ২৯ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। কিন্তু পরিস্থিতি বিবেচনা করে মিরাজকেই আজ একাদশে দেখা যেতে পারে। অন্যান্য পজিশনে পরিবর্তনের তেমন ইঙ্গিত নেই। আরও পড়ুন:শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ নিয়ে যা বললেন টাইগার অধিনায়ক বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দলই ইতোমধ্যে দুইটি করে ম্যাচ খেলেছে। গত ১৫ জানুয়ারি সিরিজের উদ্বোধনী দিনে জিম্বাবুয়েকে আট উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। আর গত ১৭ জানুয়ারি শ্রীলঙ্কাকে ১২ রানে হারায় জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান। সূত্র:ঢাকাটাইমস২৪ এমএ/০৮:২০/১৯ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mVOLLn
January 19, 2018 at 02:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top