ঢাকা, ১৯ জানুয়ারি- জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে শুভ সূচনা করে টিম-টাইগারা। জিম্বাবুয়েকে গত সোমবার আট উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। অন্য দিকে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে গেছে শ্রীলঙ্কা। শুক্রবার (১৯ জনুয়ারি) সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। মিরপুরে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, আমরা আত্মবিশ্বাসী। কিন্তু আত্মতৃপ্ত নই। কারণ গত ম্যাচে আমাদের সঙ্গে জিম্বাবুয়েকে দেখে যতটা দুর্বল মনে করছেন, তারা যে দুর্বল নয় তার প্রমাণ তারা গতকালের ম্যাচেই দিয়েছে। জিম্বাবুয়ে যে প্রায় ৩০০ রান (২৯০) করে, সেই রানকে জয়ে রুপ দিয়ে শ্রীলঙ্কাকে হারাতে পারে তার প্রমাণ বুধবারই মিলেছে। কয়েক মাস আগেই চন্ডিকা হাথুরুসিংহে ছিলেন বাংলাদেশের হেড কোচ। সেই চন্ডিকা হাথুরুসিংহে এখন মূল প্রতিপক্ষ। হাতুরুর লঙ্কাকে বদ করার জন্য এরই মাঝে ছক আঁটছেন সাবেক শিষ্যরা। আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কোহলি সাবেক গুরুর বিপক্ষের ম্যাচ নিয়ে মাশরাফি আরো বলেন, লঙ্কানদের আমি খাঁটো করে দেখছি না। তাদের ব্যাটসম্যান কুসল পেরেরার সেঞ্চুরি আছে আমাদের বিপক্ষে। উপুল থারাঙ্গাও বড় ইনিংস খেলার সামর্থ্য রাখেন। দিনেশ চান্দিমালও ভালো ব্যাটসম্যান। এছাড়াও তাদের আছে ম্যাথুজ এবং থিসারা পেরোরার মত গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। প্রতিপক্ষ শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের প্রতিভার প্রশংসা করে ম্যাশ আরও উল্লেখ করেন, এই লঙ্কান বিশ্বের সেরা অলরাউন্ডার হওয়ার যোগ্যতা রাখেন বলে আমি মনে করি। যদিও সে বর্তমানে ইনজুরির কারণে বোলিংটা সেভাবে করতে ব্যর্থ তবে, ব্যাটে বলে তার সামর্থ্য অনেক। সূত্র: বিডি২৪লাইভ আর/১২:১৪/১৯ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BekTyd
January 19, 2018 at 06:52AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন