কলকাতা, ১০ জানুয়ারি- রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানা মহলে হাজারো কথা, গল্প শুরু হয়েছে। একার হাতে দোর্দণ্ডপ্রতাপ বাম শাসনের ইতি ঘটিয়ে ৩৪ বছর পরে বাংলার মাটিতে ঘাসফুল ফুটিয়ে অনন্য রেকর্ড গড়েছেন তিনি। দীর্ঘদিন বাম রাজনীতির বিরুদ্ধে লড়াই করে, নিজের দল তৈরি করে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা। সেই লড়াই সম্পর্কে সকলেই কমবেশি জানেন। বাংলার অগ্নিকন্যা নামে পরিচিত মমতাকে নিয়ে রাজনীতির বাইরেও জানার অনেক কিছু রয়েছে। তাঁর অজানা দিকগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক একনজরে। দিদির শাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ধনিয়াখালি শাড়ি পরেন। এই বিশেষ শাড়ি হুগলির ধনিয়াখালি ব্লকে তৈরি হয়। অনেক রঙের পাওয়া গেলেও দিদি শুধু সরু পাড় দেওয়া সাদা শাড়িই পরতে পছন্দ করেন। দিদির চটি দিদি মমতা মুখ্যমন্ত্রী হওয়ার আগে যেমন ছিলেন, পরেও তেমনই রয়েছেন। হাওয়াই চটি পরেই তিনি সব জায়গায় যাতায়াত করেন। সংসদে হোক অথবা ভ্যাটিকান সিটি, সর্বত্রই মমতার অবাধ বিচরণ হাওয়াই চটিতে। তবে তিনি শুধুমাত্র সাদা চটি ও নীল স্ট্রিপের চটি পরেন। অন্য কোনও রঙের স্ট্রিপ তাঁপ পছন্দ নয়। দিদির হাঁটা এই বয়সেও হেঁটে মাইলের পর মাইল চলে যেতে পারেন মমতা। মিছিল হোক অথবা অন্য কোনও কারণ, মমতার সঙ্গে হাঁটার স্পিডে পেরে ওঠেন না হাঁটুর বয়সীরা। দিনে প্রতিদিন ট্রেডমিলে ৫-৬ কিলোমিটার হাঁটেন মমতা। এমনকী বিধানসভার অলিন্দেও হাঁটতে দেখা যায় মমতাকে। দলের ঘনিষ্টরা বলেন, দিদি একটানা ১০ কিলোমিটার স্বচ্ছ্বন্দে হাঁটতে পারে। দিদির আঁকা দিদি আঁকতে ভালোবাসেন। মাত্র কয়েকঘণ্টায় বড় বড় আঁকা তিনি সম্পূর্ণ করতে পারেন। ছবি একে তা বিক্রি করে দলের সংগঠনের জন্য টাকা জমান মমতা। এছাড়া সেই টাকার একটা অংশ চ্যারিটিতে যায়। দিদির গান গান গাইতে ভালোবাসেন মমতা। প্রশিক্ষিত গায়িকা না হলেও রবীন্দ্রনাথ ঠাকুরের গান ভীষণ পছন্দ দিদির। বিভিন্ন সভায়, এমনকী সরকারি সভাতেও শেষে দিদি গান গেয়ে ওঠেন। এমনকী ট্রাফিক সিগন্যালে রবীন্দ্র সঙ্গীত বাজাকেও বাধ্যতামূলক করেছেন মমতা। কনভয় যাত্রা মুখ্যমন্ত্রী হওয়ার পরে সকলে যখন কনভয়ে চেপে লালবাতি লাগানো গাড়িতে যাতায়াত করেন, সেখানে ক্ষমতায় আসার পর থেকেই মমতা নিজের পুরনো স্যান্ট্রো গাড়িতেই চেপে চলেছেন। সঙ্গে একেবারেই বিশেষ নিরাপত্তারক্ষী রাখেন না। মুখ্যমন্ত্রী হওয়ার পরও বাইকে চেপে ঘুরে বেড়িয়েছেন তিনি। খাবারে পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায় তেলমশলা দেওয়া জিনিস একেবারেই খেতে পছন্দ করেন না। তবে আলুর চপ দেখলে নিজেকে সামলাতে পারেন না। প্রচুর জল খান ও মুড়িু, চা ও চকোলেটও দিদির প্রিয় খাবারে তালিকায় পড়ে। প্রিয় ঘুরতে যাওয়ার জায়গা প্রকৃতি ভালোবাসেন তৃণমূল নেত্রী। আর তাই সময় পেলেই ছুটে যান জঙ্গলমহল অথবা উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায়। উত্তরবঙ্গে কয়েকমাস পরপরই যান মুখ্যমন্ত্রী। তবে তা প্রশাসনিক কাজের জন্য। জঙ্গলমহলেও সেই একই কাজে লেগেও দুই জায়গাই প্রাণের কাছাকাছি মমতার। রাজনীতিতে আসার আগে রাজনীতিতে হাত পাকানোর আগে দক্ষিণ কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন একেবারেই সাধারণ ছিল। আর পাঁচটা মেয়ের মতোই প্রথমে স্টেনোগ্রাফারের কাজ, প্রাইমারি স্কুলের শিক্ষিকার কাজ, গৃহশিক্ষকতা এমনকী সেলসের কাজও করেছেন মমতা। তারপরই রাজনীতিতে প্রবেশ এবং দীর্ঘ সংগ্রামের পর বাকীটা ইতিহাস। এমএ/০৯:৫০/১০ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mcQcE0
January 10, 2018 at 03:59PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
মাওবাদী হানায় মৃত তথা নিখোঁজ ৪ জনের পরিবারকে নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
07 Oct 20200টিকলকাতা, ৭ অক্টোবর- কথা রাখলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবারের ঘোষণা মতোই ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে মাও...আরও পড়ুন »
ডেমোক্রেসির বদলে বাংলায় মমতাক্রেসি চলছে
06 Oct 20200টিকলকাতা, ৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্লাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...আরও পড়ুন »
বিজেপি নেতা মণীশ খুনের ঘটনায় উত্তপ্ত পশ্চিমবঙ্গ
06 Oct 20200টিকলকাতা, ০৬ অক্টোবর- বিজেপি নেতা মণীশ শুক্ল খুনের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলেও উত্তপ্ত পরিস্থিতি ব...আরও পড়ুন »
বিজেপি নেতা মনীশ শুক্লার মৃত্যু ঘিরে রণক্ষেত্র বারাকপুর
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপির দাপুটে নেতা মণীশ শুক্লাকে খুনের ঘটনায় সোমবার সকাল থেক...আরও পড়ুন »
পশ্চিমবঙ্গে বিজেপি নেতাকে গুলি করে হত্যা
05 Oct 20200টিকলকাতা, ৫ অক্টোবর- পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের মণীশ শুক্লা নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.