এ বি এস এম ড্যান্স একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী ও দূর্জয়ের জন্ম বার্ষিকী সম্পন্ন

সুরমা টাইমস ডেস্কঃঃ সিলেট নগরীর চৌকিদেখীস্থ এ বি এস এম ড্যান্স একাডেমীর নিজ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী ও দেশ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কমাল আহমেদ দূর্জয়ের জন্ম বার্ষিকী এবং আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়। আলোচনা সভায় কলকাকলি শিল্পী কল্যাণ সংস্থার সভাপতি আবু তাহের হাওলাদার এর সভাপতিত্বে নাঢ্য অভিনেতা রুবেল রাজের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মীম টিভির সিলেট ব্যুরো চীপ ও এন এস নিউজ টিভির চেয়ারম্যান এম এ ওমর, অভিনেত্রী পরশি রুমী, এন এস নিউজ টিভির সিইও গীতিকার অচিন ফারুক, কলকাকলির প্রশিক্ষক মস্তফা কামাল সরকার, কন্ঠ শিল্পী লুৎফর রহমান বাবর,ফ্রিডম ক্লাবের প্রতিষঠাতা ইমতিয়াজ কামরান তালুকদার,নাট্য অভিনেতা ও পরিচালক শামিম আহমেদ বাদশা, এ বি এস এম ড্যান্স একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক এম এম মোহন খান ও শামিম আহমেদ রাজ, সাংগঠনিক সম্পাদক মো: শাহারাজ, ক্রিষ্টাল ড্যান্স গ্রুপের পরিচালক এম যে আনোয়ার, এছাড়ও বক্তব্য রাখেন সংগঠনের নেত্রীবৃন্দ,পাবেল, সরিফ,মাছুম সিরাজ,এফ এ রিয়া, সিরিন আক্তার সুমি, ও প্রমুখ, আলোচনা সভার শেষে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কলকাকলি একাডেমীর সভাপতি আবু তাহের হাওলাদার, সংগীত শিল্পী মস্তফা কামাল সরকার, রহিমা আক্তার রাখি, লুৎফর রহমান বাবর,নিরঞ্জন দেব নাথ,এ বি এস এম ড্যান্স একাডেমীর শিক্ষার্থী ও মডেল অভিনেত্রী সুইটি, ড্যান্স পরিবেশন করেন ক্রিষ্টাল ড্যান্স গ্রুপ ও এ বি এস এম ড্যান্স একাডেমীর শিক্ষার্থী বৃন্দ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2lMYItg

January 03, 2018 at 05:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top