মুম্বাই, ০৩ জানুয়ারি- ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে চুপি চুপি প্রেমকাহিনী যেন এবার সবার সামনে তুলে ধরলেন বলিউড তারকা সোনম কাপুর। ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে সামাজিক মাধ্যমে তাদের শেয়ার করা ছবি আর ভিডিও যেন একথায় প্রমাণ করে। নতুন বছর উদযাপন করতে সোনম এবার লন্ডনে পাড়ি জমিয়েছেন। আর তার এই উদযাপনকে আরও অনন্দঘন করতে সঙ্গে আছেন প্রেমিক আনন্দ আহুজা, যার সঙ্গে গত বছর থেকেই প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল এই অভিনেত্রীর। আনন্দ আহুজার ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে দেখা যায় তারা ৩১শে ডিসেম্বর রাতের পার্টিতে তারা একে অপরকে জড়িয়ে ধরে চুম্বন করছেন। এছাড়া তাদের শেয়ার করা আরও ছবিতে দেখা যায়, বেশ ঘনিষ্ঠভাবেই মজেছেন পার্টিতে। আরও পড়ুন: বলিউডে অভিষেকের পথে প্রভাস সম্প্রতি সোনমের বাবা অভিনেতা অনিল কাপুরকে আনন্দ আহুজার সঙ্গে মেয়ের সম্পর্কের ব্যপারে প্রশ্ন করলে তিনি বলেন, এটা তার (সোনম) একদমই ব্যক্তিগত বিষয়। আর তার ব্যক্তিগত বিষয়ে কথা বলার এটি সঠিক জায়গা নয়। এর আগে সোনমকে প্রেমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এই বিষয়ে জনসম্মুক্ষে কথা বলায় বিশ্বাসী নই। আমি বিষয়টি লুকাচ্ছি না, তবে এই ব্যপারে কথাও বলতে চাচ্ছি না। সোনাম কাপুর ও অক্ষয় কুমার আভিনীত প্যাডম্যান ২৬শে জানুয়ারি মুক্তির অপেক্ষায় রয়েছে। আর/১৭:১৪/০৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lPFmDU
January 03, 2018 at 11:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top