সুরমা টাইমস ডেস্ক:: সিলেটের কানাইঘাট থেকে বিপুল পরমাণ বিস্ফোরক উদ্ধার ও ৩ নাশকতাকারিকে আটক করেছে র্যাব-৯। গতকাল শনিবার (৭ই জানুয়ারি) বিকেল ৫টার দিকে সিলেট ক্যাম্পের স্পেশাল কোম্পানির সদস্যরা কানাইঘাটস্ত সুরইঘাট বাজারের হোসেন আহমদের বাড়ির সামন থেকে বিস্ফোরক উদ্ধার ও নাশকতাকারিদের আটক করা হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে নাশকতাকারিরা দৌড়ে পালানোর চেষ্টা করে।
আটককৃতরা হলেন কানাইঘাটের হালাবাদি থানার এতিম আলীর পুত্র ইব্রাহীম (৪০), সোনারতন গ্রামের মো. কাহির পুত্র মো. আশিক (১৯)ও হরজাইলের পুত্র রায়হান (২০)।
তাদের কাছ থেকে ৩শ’ পিস হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল, ইলেকট্রিক ডেটোনেটর ৩শ’ পিস ও ২টি মোবাইল ফোন ।
র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী জানিয়েছেন, বিস্ফোরকগুলো মেঘালয় থেকে এসেছে এবং সেগুলো খুবই শক্তিশালী। ইতিপূর্বে জঙ্গীদের কাছ থেকে এধরণের বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2EmHBG6
January 08, 2018 at 11:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন