লক্ষ্য মাত্র ২০৮।কিন্তু দক্ষিণ আফ্রিকান পেসে দ্বিতীয় ইনিংসে ভারত অলআউট হয়ে গেল ১৩৫ রানে। কেপটাউনে সিরিজের প্রথমে টেস্টে কোহলির দল হারলো ৭২ রানে। জয়ের সুযোগ ছিল।কিন্তু টপ অর্ডার ব্যাটিং ব্যর্থতায় কোহলিরা দক্ষিণ আফ্রিকা সফর শুরু করলো লজ্জার হার দিয়ে। এমন হারে আফসোসও থাকার কথা। আফসোসের কারণ-রবিচন্দ্রন অশ্বিনের লড়াকু ব্যাটিং।টপ অর্ডাররা ব্যর্থ হলেও আট নম্বরে ব্যাট করতে নেমে লড়াই করেন সাধ্যমত। ৮২ রানে ৭ উইকেট পড়ে যাবার পর যখন ১০০ রানে অলআউটের শঙ্কা জেগেছিল, তখন দেয়াল হয়ে দাঁড়ান অশ্বিন। তাকে সাপোর্ট করে যান ভুবেনেশ্বর কুমার। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৮১ বলে ৩৭ রান করেন অশ্বিন। আর ৬২ বলে অপরাজিত থাকেন ভুবেনেশ্বর কুমার। ২০৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে দুই ওপেনার মুরলী বিজয় ১৩ ও শিখর ধবন ১৬ রানে আউট হয়ে যান। চেতেশ্বর পূজারা ফেরেন ৪ রানে। সাময়িক ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরার চেষ্টা করেছিলেন বিরাট কোহালি।কিন্তু তিনিও ফিরলেন ২৮ রানে ফিলান্ডারের বলে এলবিডব্লু হয়ে। ছিলেন রোহিত শর্মা কিন্তু তিনিও ফিরলেন বোল্ড হয়ে।এরপর হার্দিক পাণ্ডিয়া, ঋদ্ধিমান সাহাও ফেরেন এক এক করে। এরপর অশ্বিন-কুমার মিলে শেষ দিকে দৃঢ়তা দেখান বটে কিন্তু শেষ রক্ষা হয়নি। দক্ষিণ আফ্রিকার পক্ষে ফিল্যান্ডার মাত্র ৪২ রানে ৬ উইকেট নেন। ২টি করে উইকেট নেন মরকেল ও রাবাদা। আরও পড়ুন: ত্রিদেশীয় সিরিজের টিকিট মূল্য প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল ২৮৬ রান। জবাবে ২০৯ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। এরপর ভারতীয় পেস আগুনে জ্বলে মাত্র ১৩০ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। ফলে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় মাত্র ২০৮ রান। এআর/২৩:১৫/০৮ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2m6IHhZ
January 09, 2018 at 05:15AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন