এবার মাশরাফির পর মোস্তাফিজের আঘাত


সুরমা টাইমস ডেস্ক ঃঃ ::ইনিংসের শুরুতে সাকিবের জোড়া আঘাতের পর টেলরকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন হ্যামিলটন মাসাকাদজা। তবে তাকে খুব বেশি সময় উইকেটে থাকতে দিলেন টাইগার অধিনায়ক মাশরাফি। নিজের দ্বিতীয় ওভারেই মুশফিকের তালুবন্দি করে সাজঘরে ফেরত পাঠিয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যানকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বুয়ের ২১ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৫৮ রান।

এর পরের আঘাতটি করেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। রানের জন্য কিছুক্ষণ ধরে ছটফট করছিলেন ব্রেন্ডন টেইলর। আগের বলটি ছিল কাটার, একটুর জন্য বেঁচে যান। পরের বলটি ছিল স্টক ডেলিভারি, এবার কানা ছুঁয়ে গেল মুশফিকুর রহিমের গ্লাভসে।

৪৫ বলে দুটি চারে ২৪ রান করে ফিরেন টেইলর। তার ফেরার সময়ে ১৬.৪ ওভারে জিম্বাবুয়ের স্কোর ৫১/৪।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথম ওভারেই সাকিবকে আক্রমনে আনেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। প্রথম বলে এক রান নেন ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা। পরের বলটিতে সাকিবের মুখোমুখি হন সলোমন মিরে। লেগ সাইডে করা বলটি ছিল ওয়াইড। বলটি মিস করেন মিরে। তার পা’ও চলে আসে ক্রিজের বাইরে। উইকেটকিপার মুশফিকুর রহীম স্টাম্পিং করতে ভুল করেননি। দলীয় ২ রানে ডাক মেরে ফিরে যান মিরে।

এরপরের বলটিতে নতুন ব্যাটসম্যান ক্রেইগ আরভিন কোন রান নেননি। কিন্তু তৃতীয় বলেই তিনি মিড উইকেটে ক্যাচ তুলে দেন সাব্বির রহমানের হাতে। ফলে ২ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2FD3KS9

January 15, 2018 at 02:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top