সুরমা টাইমস ডেস্এক ঃঃকাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব দল অংশ নেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সোমবার সকালে সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে তিনি এ আশা প্রকাশ করেন। এ সময় সিইসি বলেন, ‘অক্টোবর মাস থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। ডিসেম্বর অথবা ২০১৯ সালের জানুয়ারি মাসের যেকোনো সময় নির্বাচনের দিনক্ষণ ঠিক হতে পারে।’
আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘প্রশাসনিক জটিলতা, নদী ভাঙনসহ সংশ্লিষ্ট কারণে কিছু আসন পুনর্বিন্যাসের কাজ চলছে। তবে এতে অন্য সব আসনে কোনো প্রভাব পড়বে না।’
বিএনপি প্রস্তাবিত নির্বাচনকালীন সহায়ক সরকার নিয়ে নির্বাচন কমিশন কি ভাবছে- এমন প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, ‘এটা রাজনৈতিক বিষয়। সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আমার মন্তব্য করা সমীচীন হবে না।’
পরে তিনি সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2EK5asz
January 15, 2018 at 02:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন