সিলেট নগরীতে দিনে দিনে বাড়ছে ধুমপায়ীদের সংখ্যা


সুরমা টাইমস ডেস্ক ঃঃ সিলেট নগরীতে দিনে দিনে বাড়ছে ধুমপায়ীদের সংখ্যা। ছেলেদের পাশাপাশি পাল্লা দিয়ে উঠতি বয়সের মেয়েরাও ধুমপানে আসক্ত হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আড়ালে আবডালে নিত্যই বসে ধূমপানের আসর। ছেলেদের ধূমপানের চিত্র সবখানে দেখা গেলেও মেয়েদের ক্ষেত্রে এমনটি নয়। বিশেষ করে ‘অভিজাত’ শিক্ষা প্রতিষ্ঠানেই মেয়েদের আঙুলে আর ঠোঁটের ফাঁকে দেখা মেলে সিগারেটের। এ সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রকাশ্যে ধুমপান করাকে অনেকটা বাড়তি একটা ‘স্ট্যাটাস’ হিসেবে মনে করছে তারা। নিজেদের অন্যান্য বন্ধু বান্ধব থেকে নিজেকে আলাদা হিসাবে উপস্থাপন করতেই অনেকে ধুমপান করছে বলে অভিযোগ অধুমপায়ী শিক্ষার্থীদের।
কথা হয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সাবেক ডিন ড. কামাল আহমেদ চৌধুরীর সাথে। তিনি বলেন, সিলেটে দিন দিন যেনো বেড়েই চলছে ধুমপানের ব্যাপকতা। নিয়মনীতি ভঙ্গ করে এসব ধুমপায়ীরা যে হারে নিষিদ্ধ জায়গায় ধুমপান করছে তাতে সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পরিবেশকে কলুষিত আর বিরক্তিকর করে তুলছে। তিনি বললেন, জনসমাগমপূর্ণ পরিবেশে এমন ধুমপান করার ফলে পরিবেশের যেমন বিপর্যয় ঘটছে, পাশাপাশি ঘটছে স্বাস্থ্যহানিও। সিলেট বক্ষ ব্যাধি হাসপাতাল, ডক্টরস চেম্বার, জেনারেল হাসপাতালে বাড়ছে ক্যান্সার সহ নানা শ্বাস কষ্টজনিত রোগির সংখ্যা যার বেশির ভাগই কিশোর কিশোরী।
চিকিৎসকদের সাথে আলাপে জানা গেছে, অল্প বয়সে যেসব ছেলেমেয়ে চোখে চশমা আর বুকের ব্যথায় ডাক্তারের শরনাপন্ন হচ্ছেন এদের বেশির ভাগই ধূমপান আর বিভিন্ন যন্ত্রের রেডিয়শনের শিকার। ধূমপান নিষিদ্ধ এলাকা হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সরকারি অফিস, আদালত, রেলওয়ে স্টেশন, রেস্টুরেন্টসহ জনসমাগমস্থল তালিকাভুক্ত থাকলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। নিষিদ্ধ স্থানেই প্রকাশ্যে চলছে ধুম্রসেবন। প্রকাশ্যে ধূমপানের ক্ষেত্রে শাস্তির বিধান থাকলেও তার যথাযথ প্রয়োগ হচ্ছে না বলে অনেকেরই অভিযোগ।
সুশসনের জন্য নাগরিক (সুজন) এর সিলেট বিভাগের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, সিলেট সহ সারা দেশে প্রকাশ্যে ধুমপানের মাত্রা বেড়েই চলেছে। আইন প্রয়োগের দুর্বলতার কারণে ছাত্র, শিক্ষকসহ সকল পেশার মানুষের মাঝে ধুমপায়ীদের সংখ্যা বেড়েই চলেছে। এখনই এ ব্যাপারে সতর্ক না হলে সামনে ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে বলেই মনে করেন তিনি।
সিলেট এ এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. নজরুল ইসলাম বলেন, একেকটি সিগারেটে প্রচুর পরিমাণে ক্ষতিকর নিকোটিন রয়েছে। যা ধীরে ধীরে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ধুমপান শুধু ক্যান্সারেরই কারণ নয়, এর ফলে ব্রেনে নেতিবাচক প্রভাব পড়ে। নানা রকম রোগব্যাধির উৎসও এই ধূমপান।
মঈন উদ্দিন মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. আলমগীর হোসেন বলেন, প্রকাশ্যে ধুমপায়ী স্কুল কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের ধূমপান থেকে ঠেকাতে প্রতিষ্ঠান ও অভিভাবকদের আরো নজরদারি বাড়াতে হবে। ছাত্রজীবনে যদি তারা নেশার পথ ধরে তবে তাদের সামনের জীবন সিগারেটের ধোঁয়ার মতোই অন্ধকার হয়ে উঠবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2mED9MJ

January 15, 2018 at 02:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top