ক্যারিবিয়ান উপকূলে ৭.৮ মাত্রার ভূমিকম্প,


নিউ ইয়র্ক : ক্যারিবিয়ান উপকূলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এর পরপরই পুয়েরতো রিকো ও মার্কিন ভার্জিন দ্বীপে সুনামি সতর্কতা জানি করা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, উপকূলের এক হাজার কিলোমিটার নিকটবর্তী অঞ্চলে সুনামি আসতে পারে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, সুনামি ঢেউয়ের উচ্চতা .৩ থেকে ১ মিটার পর্যন্ত হতে পারে।

মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, উপকূলবর্তী অঞ্চলগুলোতে সুনামি সতর্কতা জারি করা হচ্ছে। ভূমিকম্পের কারণে বড় ঢেউ সৃষ্টি হতে পারে এবং উপকূলে আঘাত আনতে পারে।
ভূমিকম্পের কারণে হন্ডুরাসের রাজধানী তেগুসিগালপায় জানালার কাঁচ ভেঙে যায়। তবে বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। মেক্সিকোর কুইনতানায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2mqQFn9

January 10, 2018 at 10:26PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top