ঢাকা, ২৭ জানুয়ারি- ঘরের মাটিতে এর আগে তিনটি বিশ্বকাপের ফাইনালে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল বাংলাদেশকে। তিন তিনবার শিরোপার খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছিল সাকিব-মাশরাফিদের। এবারের ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সেই আক্ষেপ ঘোঁচানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে টাইগাররা। শুরুতেই টস হেরে ফিল্ডিংয়ে নামতে হয়েছে মাশরাফি বাহিনীকে। ত্রিদেশীয় সিরিজের প্রথম তিনটি ম্যাচে দাপুটে জয় দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। তবে শেষ ম্যাচে মাত্র ৮২ রানে গুটিয়ে গিয়ে ১০ উইকেটে হারের মুখ দেখেছে টাইগাররা। অন্যদিকে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে গেলেও শেষ দুই ম্যাচে জিতে ফাইনালের টিকিট পেয়েছে শ্রীলঙ্কা। আরও খবর:ফাইনালে আজ মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা, টিকিট না পেয়ে সড়ক অবরোধ ফাইনালের দলে বেশ কয়েকটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। দলে এসেছেন মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিন। সূত্র:এনটিভি অনলাইন এমএ/১১:৪০/২৭ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Gmc8Wn
January 27, 2018 at 05:57PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন