ঢাকা, ২৭ জানুয়ারি- শিরোপা জয়ের লক্ষ্যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ। ফাইনালে ভালো ক্রিকেট খেলে শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কাও। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে আজ শনিবার দুপুর ১২টায়। ফাইনালের টিকিট না পেয়ে ইনডোর স্টেডিয়ামের সামনে সড়ক অবরোধ করে ক্রিকেট প্রেমীরা। পুলিশ তাদের সড়ক থেকে সরাতে লাঠিচার্জ করে। ত্রিদেশীয় সিরিজ দিয়েই এ বছর নিজেদের ক্রিকেটে যাত্রা শুরু করে বাংলাদেশ। টুর্নামেন্টের শুরু থেকেই ব্যাট-বল হাতে দাপট দেখায় বাংলাদেশের খেলোয়াড়রা। লিগ পর্বে প্রথম দুই ম্যাচ বড় ব্যবধানে জিতে বোনাস পয়েন্ট নিয়ে ফাইনালের টিকিট পেয়ে যায় বাংলাদেশ। তাই লিগে ফিরতি পর্বের ম্যাচগুলো নিয়মরক্ষায় পরিণত হয়। নিজেদের ওয়ানডে ক্রিকেটে এই প্রথম ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের সুযোগ পেয়েছে বাংলাদেশ। ফাইনালের আগে গণমাধ্যমকে মাশরাফি বলেন, ফাইনাল ম্যাচে জেতার জন্য আমরা সবাই উদগ্রীব হয়ে আছি। এটা সত্যি কথা। যদি হতে পারি, তবে এমন শিরোপা প্রথমবারের মতো হবে। এদিকে ডাবল হার দিয়ে ত্রিদেশীয় সিরিজে যাত্রা শুরু করে শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের কাছে ১২ রানে হারের পর বাংলাদেশের কাছে ১৬৩ রানের ব্যবধানে হার মানে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। তবে ফিরতি পর্বের শেষ দুম্যাচ জিতে ঠিকই ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। তাই শিরোপা জয়ের জন্য দলের আত্মবিশ্বাস এখন অনেক বেশি বলে গতকাল গণমাধ্যমকে জানান শ্রীলঙ্কার অধিনায়ক চান্ডিমাল। নিজেদের ক্রিকেট ইতিহাসে দেশের মাটিতে তিনটি টুর্নামেন্টের ফাইনালে খেলেছে বাংলাদেশ। ২০০৯ সালে ত্রিদেশীয় সিরিজের ফাইনালটি ছিলো বাংলাদেশের প্রথম কোনো শিরোপা লড়াই। এরপর ২০১২ সালে এশিয়া কাপের ফাইনাল এবং ২০১৬ সালে টি-২০ এশিয়া কাপের ফাইনালে খেলেছিলো বাংলাদেশ। কিন্তু দুভার্গ্যের কাছে মাথা নত করতে হয় তাদের। তিনটি ফাইনালেই প্রতিপক্ষের কাছে হেরে রানার-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় টাইগারদের। আরও খবর: ফাইনাল জিততে আমরা উদগ্রীব: মাশরাফি তাই এবার শিরোপা জিততে না পারার বন্ধ্যাত্ব ঘুচিয়ে দেশবাসীর মুখে হাসি ফোটাবে টাইগাররা এমনটি আশা করা যায়। বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, মেহেদি হাসান মিরাজ, ইমরুল কায়েস, মোহাম্মদ সাইফুদ্দিন ও সানজামুল ইসলাম। শ্রীলঙ্কা দল: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল তারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, ধনানঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, আসেলা গুনারতে, নিরোশান ডিকবেলা, সুরঙ্গ লাকমাল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শেহান মাদুশানাকা, আকিলা ধনঞ্জয়া, লক্ষন সান্দাকান ও বানিদু হাসারাঙ্গা। এআর/১১:৪৩/২৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2rM1Onm
January 27, 2018 at 05:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top