নিজস্ব প্রতিনিধি :: চাঁদাবাজি মামলায় অভিযুক্ত সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
গতকাল মঙ্গলবার (১৬ই জানুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহসান সোহাগ ও সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জালাল আহমদ জনি, সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেছ, সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ, ছাত্রলীগ কর্মী ফয়ছল আহমদ ও কাবিলুর রহমান সুহেল।
গত ১২ই জানুয়ারি রাতে শাহজালাল সার কারখানা এলাকায় আবাসিক ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান আহমদ নির্মাণ সংস্থা অ্যান্ড এস রায়হান ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপক আব্দুল মান্নানকে অপহরণ করে ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন এলাকায় নিয়ে চাঁদা দাবি করে আটকে নির্যাতন করেন ওই ৫ ছাত্রলীগ নেতাকর্মী। এসময় তাকে সাদা কাগজে স্বাক্ষর রেখে উপজেলার ফেরিঘাট এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এ অভিযোগে গত ১৪ই জানুয়ারি ছাত্রলীগের ৫ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন ওই ঠিকাদার। এর পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ তাদের বহিষ্কার করে।
সিলেট জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ৯টার দিকে বহিষ্কারের নির্দেশনাটি জানতে পেরেছেন তিনি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2FLVyPy
January 17, 2018 at 04:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন