সম্প্রতি সেন্স অফ হিউমার নামক একটি অনুষ্ঠানে বড় নায়িকাদের প্রতি অভিযোগের তীর ছুড়লেন তিনি। তার অভিযোগ, আমার ক্যারিয়ার আজ এমন অবস্থায় থাকতো না। অনেক নায়িকার উপড়ে থাকতাম আমি। পারিনি, এর জন্য আমাদের বড় নায়িকারা দায়ী। ক্যারিয়ারে প্রাপ্তি নিয়ে কথা বলতে গিয়ে নাসরিন বলেন, চলচ্চিত্র থেকে অনেক কিছুই পেয়েছি। আবার অনেক কিছু পাইনি। আজকের পূর্ণিমা তৈরি হয়েছে শুধু আমার জন্য। পরে ওই আমাকে বাদ দিয়েছে। বলেছে, আমি থাকলে সে কাজ করবে না। এরকম মৌসুমী আপা, শাবনূর আমার বিরুদ্ধে কাজ করেছে। ছবিতে আমি থাকলে আমার ক্লোজ আপটা (সাবজেক্টের খুব কাছ থেকে নেয়া শট) থাকবে না। তারা বলতো লাইট-ক্যামেরা অন্যরকম করে দিতে। এসব নিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি। মেকআপ রুমে কেঁদেছি। আরও পড়ুন:প্রতিনিধি না থাকায় বাতিল হতে পারে শাকিবের বিচ্ছেদ আবেদন! পূর্ণিমা বাদ না দিলে আপনি পূর্ণিমার জায়গায় যেতে পারতেন-সঞ্চালকের প্রশ্নে নাসরিন বলেন, হ্যাঁ। আমি তাই মনে করি। আমাকে রাজ্জাক ভাই বাপ্পার সাথে নায়িকাও বানাতে চেয়েছিলেন। নাসরিন আরো বলেন, রাজ্জাক ভাইর ছবিতে বাপ্পার নায়িকা ছিল কাজল। শুটিং শুরুর আগে তার বাবা মারা যায় তখন আমাকে নায়িকা হতে বলে। কিন্তু আমি হয়নি। কারণ তখন ওই মেয়েটার বাবা মারা গেছে। এমনিতেই মন ভালো ছিলো না, এর মাঝে যদি এসে দেখত যে কাজটাও ছুটে গেছে তাহলে তো আরো কষ্ট পেতো। এমনও অনেক নায়িকা আছে যারা নাচ পারতো না। আমি তাদেরকে নাচ শিখিয়ে পরে শট দিতে পাঠিয়েছি। নাসরিন বলেন, দিলদার ভাইয়ের (জনপ্রিয় অভিনেতা দিলদার) সাথে আমার অনেক কাজ করা হয়েছে। যার ফলে অনেকেই আমাকে দিলদারের নায়িকা হিসেবে ডাকতো। যেটা আমার ক্যারিয়ারের জন্য বাজে ছিলো। কেননা দিলদারের নায়িকা হিসেবে ডাকার কারণে অনেক পরিচালক আমাকে কাজ দিতো না। শুধু তাই নয়, এখনো আমি রাস্তায় বের হলে মানুষ বলে ঐ যে দিলদারের নায়িকা। আমি কিন্তু দিলদারের জন্য পরিচিত না, জনপ্রিয় হই নি। বরং আমার সাথে জুটি বেঁধে দিলদার ভাইয়ের লাভ হয়েছে। মোট কথা সবাই আমাকে ব্যবহার করেছে। তথ্যসূত্র: গো নিউজ ২৪ আরএস/১২:৪৮/১৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mNo7UU
January 17, 2018 at 10:44PM
17 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top