জগন্নাথপুরে স্বেচ্ছাসেবকলীগের বিশেষ সভা

নিজস্ব প্রতিনিধি:: সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের আগামি ২০ জানুয়ারি ত্রি-বার্ষিক সম্মেলন সফলের লক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হাজী আকমল হোসেন এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ পীরের যৌথ পরিচালনায় জগন্নাথপুর বাজারে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য কালি কুমার রায়, দিলোয়ার হোসেন ভূঁইয়া, সিদ্দিকুর রহমান, শাহ আব্দুল মুনিম সুজেল, সাদিকুর রহমান ছাদ, আমিনুল ইসলাম, নাছির উদ্দিন জনি, সৈয়দ আহমদ হোসেন তানিম, আমিনুর রহমান কামালী, শাহ আলম খান, আসাদ কোরেশী, জিয়াউর রহমান, কয়েছ মিয়া, হাফিজ মিয়া, রায়হান কামালী, উপজেলা কমিটির সাবেক সিনিয়র সদস্য শেখ মামুন হোসেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও কলকলিয়া ইউনিয়নের আহবায়ক মকসুদুল হক, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও আশারকান্দি ইউনিয়নের আহবায়ক হোসাইন আহমদ টিটু, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও পাটলি ইউনিয়নের আহবায়ক শাহ শাহিন মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া, মিরপুর ইউনিয়নের আহবায়ক সাইফুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আহবায়ক জয়নুল আহমদ কোরেশী, পাইলগাঁও ইউনিয়নের আহবায়ক সেবক রঞ্জন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা দিপক দাস, সোনা মিয়া, বজলুর রশীদ, জুবাইন আহমদ, জহুর মিয়া, সেলিম মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা কবির মিয়া, জাহাঙ্গীর আলম, সুদীপ ভট্টাচার্য্য, আক্তার হোসেন, বদরুল হক লিটন, আবু সালেহ, শাহানুল হক, সামছুল হক, শামীম আহমদ, জাবেদ আহমদ, আক্তার হোসেন সিরাজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাহার আলী নুনু প্রমুখ।

সভায় ব্যাপক আলোচনাক্রমে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক সম্মেলন সফলের লক্ষে ৬টি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

এতে কালি কুমার রায়কে আহবায়ক ও দিলোয়ার হোসেন ভূইয়াকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট অভ্যর্থনা উপ-কমিটি, সিদ্দিকুর রহমানকে আহবায়ক ও আমিনুল ইসলামকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট অর্থ উপ-কমিটি, ছালিক আহমদ পীরকে আহবায়ক ও শাহ আব্দুল মুনিম সুজেলকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট প্রচার ও প্রকাশনা উপ-কমিটি, হাজী আকমল হোসেনকে আহবায়ক ও কবির মিয়াকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট মঞ্চ ও সাজ-সজ্জা উপ-কমিটি, হোসাইন আহমদ টিটুকে আহবায়ক ও বজলুর রশীদকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক উপ-কমিটি ও মকসুদুল হককে আহবায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট আপ্যায়ন উপ-কমিটি গঠন করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2B1HbmM

January 14, 2018 at 09:02PM
14 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top