ঢাকা, ০২ জানুয়ারি- দারুণ সম্ভাবনাময়ী এক ক্রিকেটার সাব্বির রহমান। তবে সব মেধা এবং প্রতিভা বুঝি তার বাজে আচরণের কাছে হার মেনে যাবে! তেমনই তো খাদের কিনারায় দাঁড়িয়ে এখন! জাতীয় লিগের শেষ রাউন্ডের খেলা চলাকালে ক্ষুদে এক দর্শককে পেটানো, ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে দুর্ব্যবহারের ফলে ডিসিপ্লিনারি কমিটি তার বড় ধরনের শাস্তির সুপারিশ করেছে। যার মধ্যে রয়েছে, বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া, ২০ লাখ টাকা আর্থিক জরিমানার সঙ্গে ৬ মাস ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞা। আজ (সোমবার) বিকেলে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ডিসিপ্লিনারি কমিটির দেয়া সুপারিশগুলো সাংবাদিকদের জানান। সঙ্গে এটাও জানিয়ে দেন, ডিসিপ্লিনারি কমিটি এবারই শেষবারেরমত সতর্ক করে দিচ্ছে তাকে। এটাই তার শেষ সুযোগ। এরপর অপরাধ করলে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করার ভাবনাও আছে। আরও পড়ুন: এবার কোচের দায়িত্বে সাকিব-মাশরাফি! ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু সাব্বির রহমানের। এরপর গত তিন বছরে অনেক বিতর্কেরই জন্ম দিয়েছেন তিনি। সবচেয়ে বড় ঘটনার জন্মদেন ২০১৬ সালে বিপিএলের চতুর্থ আসরে। চট্টগ্রামে হোটেলে নারীঘটিত কেলেঙ্কারির কারণে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছিল তাকে। এরপর বিপিএলের পঞ্চম আসরেও আম্পায়ারের সঙ্গে অসাদাচরণের জন্য জরিমানা করা হয় তার। শুধু তাই নয়, শৃঙ্খলাভঙ্গের জন্য ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে। এতকিছুর পরও সতর্ক না হয়ে দর্শক পেটানোর মত কাজ করে নিজের ক্যারিয়ারকেই হুমকির মুখে ফেলে দিলেন সাব্বির। বছরের প্রথম দিনই বড় ধরনের শাস্তির মুখোমুখি হয়ে গেলেন সাব্বির। এসব বিষয়ে নিয়ে বিসিবি সভাপতি বলেন, সাব্বিরের বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আমাদের শৃঙ্খলা কমিটি সিদ্ধান্ত নিয়েছে। তার বিষয়ে প্রস্তাব যেটি এসেছে, সেটি হচ্ছে আমাদের যে কেন্দ্রীয় চু্ক্তি আছে, সেটি থেকে সে বাদ পড়ছে। সে আর চুক্তিবদ্ধ ক্রিকেটার থাকছে না। সঙ্গে ২০ লাখ টাকা জরিমানা। পাশাপাশি ৬ মাস ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছে। এরপরই বিসিবি সভাপতি করেন এটাই সাব্বিরের ক্যারিয়ার বাঁচানোর শেষ সুযোগ। তার ভাষায়, শৃঙ্খলা কমিটি বলেছে যে এবারই শেষ সুযোগ দেওয়া হয়েছে। এরপরও করলে অনিদিষ্ট কালের জন্য নিষিদ্ধ করার ভাবনাও আছে। সূত্র: জাগোনিউজ২৪ আর/০৭:১৪/০২ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2qfLGtQ
January 02, 2018 at 01:55PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন