ঢাকা, ২৬ জানুয়ারি- বছরের প্রথম মাস বেশ ম্যাড়মেড়ে আমেজেই কাটছে বাংলাদেশের সিনেমাপ্রেমীদের জন্য। হলে হুড়াহুড়ি নেই, নেই চলচ্চিত্র নিয়ে আলোচনা। চলতি মাসে মুক্তি পেয়েছিল পুত্র, পাগল মানুষ, হৈমন্তী ও দেমাগ। কোনো সিনেমাই হলে দর্শক টানতে পারেনি। যে কয়েকজন সিনেমাগুলো দেখেছেন তারাও হতাশ হয়ে ফিরেছেন। শুধু তাই নয় এ ছবিগুলোর ব্যবসা এতটাই মুখ থুবড়ে পড়েছে লগ্নীর টাকা পর্যন্ত তুলতে পারেনি এসব সিনেমার প্রযোজকরা। এর মধ্যে পুত্র চলচ্চিত্রটি নিয়ে একটু বেশিই আগ্রহ ছিল দর্শকদের মধ্যে। ঢাকঢোল পিটিয়ে ১০৫টি সিনেমা হলে মুক্তি দেওয়া হলেও দর্শক টানতে ব্যর্থ হয় এ সিনেমা। অন্যদিকে পাগল মানুষ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরেছেন শাবনূর। কিন্তু গল্পের অসামঞ্জস্যের কারণে প্রশংসা তো দূরের কথা সমালোচনার তীরে বিদ্ধ হয়েছে ছবিটি। এছাড়া হৈমন্তি ও দেমাগ কোনোটাই দর্শকদের নজর কাড়তে পারেনি। প্রত্যাশা আর প্রাপ্তির অসাঞ্জস্যের জানুয়ারি কাটিয়ে ফেব্রুয়ারিতে নতুন স্বপ্ন বুনছেন প্রযোজক-পরিচালকরা। সামনের মাসে তাই ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছেন তারা। মুক্তির তালিকায় থাকা বেশ কটি বিগ বাজেটের চলচ্চিত্র সামনের মাসে হল কাঁপাবে বলেও ধারণা করছেন তারা। ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে ভালো থেকো, স্বপ্নজাল, আমি নেতা হব-এর মতো বিগ বাজেটের তারকাবহুল সিনেমা। শাকিব খান অভিনীত আমি নেতা হব চলচ্চিত্রটিকে এরই মধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছে। এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন মিম। আরও পড়ুন: দীঘিকে নায়িকা হিসেবে পেতে তৎপর ছবি নির্মাতারা সম্প্রতি ব্যবসা সফল চলচ্চিত্র ঢাকা অ্যাটাক-এ অভিনয় করে সাড়া ফেলেন শুভ। তার আসন্ন সিনেমা ভালো থেকো দর্শকদের মধ্যে আলাদা আগ্রহের সৃষ্টি করেছে। এ সিনেমাটিকেই নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে আখ্যায়িত করেছেন এ অভিনেতা। অন্যদিকে সুপারহিট চলচ্চিত্র মনপুরা সিনেমা দিয়ে আলোড়ন সৃষ্টি করা গিয়াসউদ্দিন সেলিম আবারো সিনেমা নিয়ে হাজির হচ্ছেন। সাত বছর পর মুক্তি পাচ্ছে তার স্বপ্নজাল। এতে অভিনয় করেছেন আলোচিত নায়িকা পরীমনি। ট্রেইলারেও এ সিনেমা দর্শকদের নজর কেড়েছে। তাই সামনের মাসে এ তিনটি সিনেমাই যে ব্যবসা সফল হবে এমন প্রত্যাশা সিনেমা সংশ্লিষ্টদের। সূত্র: গো নিউজ২৪ আর/১৭:১৪/২৬ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2DNgsQ3
January 27, 2018 at 12:15AM
26 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top