কলকাতা, ২৬ জানুয়ারি- ভারতীয় বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী শুক্রবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা গেছেন সুপ্রিয়া দেবী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। সুপ্রিয়া দেবীর মৃত্যুতে বাংলার স্বর্ণযুগের আরেক অধ্যায় শেষ হয়ে গেল। তার মৃত্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা এক টুইট বার্তাায় বলেন, তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আরও পড়ুন: সৃজিতেই মেতেছেন জয়া আহসান! ১৯৫২ সালে উত্তম কুমারের বিপরীতে সিনেমায় অভিষেক হয় সুপ্রিয়া দেবীর। সোনার হরিণ, শুন বরনারী, উত্তরায়ণ, সূর্যশিখা, সাবরমতী, মন নিয়ে-এর মতো অনেক ছবিতে উত্তম কুমারের বিপরীতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন সুপ্রিয়া। অভিনয় জীবনে পদশ্রী পদকস বেশ কিছু পুরস্কার অর্জন করেছেন তিনি। ১৯৩৫ সালের ৮ জানুয়ারি সুপ্রিয়া দেবীর জন্ম। মাত্র ৭ বছর বয়সে অভিনয় শুরু তার। দীর্ঘ ৫০ বছর ধরে ভারতীয় বাংলা সিনেমা জগতে কাজের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বাংলাদেশেও রয়েছে তার অগনিত ভক্ত। সূত্র: জাগোনিউজ আর/১৭:১৪/২৬ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FiHax6
January 27, 2018 at 12:28AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন