কলকাতা, ২০ জানুয়ারিঃ স্বামী বিবেকান্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীকে জাতীয় ছুটি ঘোষণা করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই আর্জি জানিয়ে চিঠি পাঠিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও। অন্যদিকে, ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু।
আজ সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী নিজেই এই চিঠির কথা জানান। তিনি বলেন, স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু দুজনেই জাতীয় এবং আন্তর্জাতিক চরিত্র। ভারত সরকার যাতে ১২ জানুয়ারি ও ২৩ জানুয়ারি জাতীয় ছুটি ঘোষণা করে, তাই প্রধানমন্ত্রীর কাছে সেই আর্জি জানিয়েছেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mYvQ2l
January 20, 2018 at 10:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন