স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকাকে গুলি করে হত্যা করল ছাত্র

যমুনানগর, ২০ জানুয়ারিঃ স্কুলের প্রধান শিক্ষিকাকে গুলি করে খুন। অভিযুক্ত দ্বাদশ শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি হরিয়ানার যমুনানগরের এক স্কুলের। মৃত শিক্ষিকার নাম রিতু ছাবরা(৪৭)।

পুলিশ সূত্রে খবর, আজ দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। স্কুলে নিজের অফিসেই বসেছিলেন প্রধান শিক্ষিকা। সেইসময় ওই ছাত্র একটি পিস্তল নিয়ে অফিসে ঢুকে পরপর চারটি গুলি করে তাঁকে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভরতি করা হলে সেখানেই মৃত্যু হয় প্রধান শিক্ষিকার। অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের মামলা রুজু করা হচ্ছে। আগামীকাল তাকে কোর্টে তোলা হবে।
বাণিজ্য বিভাগের ওই ছাত্রকে অন্যান্য পড়ুয়াদের সঙ্গে হাতাহাতি এবং কম উপস্থিতির জন্য ১৫ দিন আগে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল। আজ দুপুরে আচমকাই স্কুলে ঢুকে প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করতে চায়। পুলিশ সূত্রে খবর, বন্দুকটি ওই ছাত্রের বাবার। তিনি একজন জোতদার ও মহাজন। অস্ত্র আইনে মামলা হতে পারে তাঁর বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ছবিঃ ইন্ডিয়ান এক্সপ্রেস

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2BghTkZ

January 20, 2018 at 09:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top