সুরমা টাইমস ডেস্ক ঃঃ ঘরের মাঠে আট বছর পর আবার একটি ত্রিদেশীয় সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। ২০১০ সালে হারের বেদনা নিয়ে মাঠ ছেড়েছিল টাইগাররা। তবে এই আট বছরে আমূল বদলে গেছে দলটি। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই মাঠে নামবে তারা। উদ্বোধনী দিনে স্বাগতিকদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। জয় ছাড়া কোন বিকল্পই ভাবছে না বাংলাদেশ দল। শুরুতেই ভাগ্যকে সঙ্গেই পেয়েছে টাইগাররা। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
যথারীতি তিন পেসার নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। মাশরাফি ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে রুবেল হোসেনের উপর আস্থা রেখেছে দল। সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন এ পেসার। এছাড়াও বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের উপর আস্থা রেখেছে দলটি। জায়গা হয়নি তরুণ তুর্কি মেহেদী হাসান মিরাজের।
ওপেনিংয়ের এসেছে অনুমিত পরিবর্তন। দীর্ঘদিন পর ফিরেছেন এনামুল হক বিজয়। ২০১৫ সালের বিশ্বকাপের পর প্রায় ৩ বছর পর আবার ওয়ানডে খেলতে নামছেন এ ওপেনার। সঙ্গী যথারীতি তামিম ইকবাল খান।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2mEMCn7
January 15, 2018 at 03:25PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.