সুরমা টাইমস ডেস্ক ঃঃ গড়াছড়ির রামগড়ে যুক্তরাষ্ট্রে তৈরি অত্যাধুনিক একে ২২ রাইফেলসহ দু’জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলি এবং চাঁদা আদায়ের রসিদও জব্দ করা হয়েছে। আটকরা হলেন- সুজন মারমা (২৮) ও আব্বাই মারমা (৩৩)। তারা পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফের (প্রসিত বিকাশ চাকমা গ্রুপ) সদস্য বলে জানা গেছে।
রোববার মধ্যরাতে রামগড় উপজেলার প্রেমতলা নামক এলাকায় সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের মেজর তৌহিদ সালাউদ্দিনের নেতৃত্বে অভিযানে তাদের আটক করা হয়।
রামগড় থানার ওসি শফিকুল ইসলাম পরিবর্তন ডটকমকে জানান, সেনাবাহিনী অস্ত্রসহ আটক সন্ত্রাসীদের রামগড় থানায় সোপর্দ করেছে।
একে-২২ রাইফেল ছাড়াও তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি বন্দুক, ১৪ রাউন্ড গুলি, রামদাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়েছে।
আটক দু’জনের বিরুদ্ধে অস্ত্র ও সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2r4WETf
January 15, 2018 at 03:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন