পাটনা, ২৪ জানুয়ারিঃ পশুখাদ্য কেলেঙ্কারির তৃতীয় মামলাতেও ফের দোষী সাব্যস্ত হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। সিবিআইয়ের বিশেষ আদালত এই রায় দিল আজ।
১৯৯৬ সালে প্রকাশ্যে আসে চাইবাসা পশুখাদ্য কেলেঙ্কারি। চাইবাসার ট্রেজারি থেকে তছরুপ হয় ৩৩.৬৭ কোটি টাকা। অভিযুক্ত ৭৬ জনের মধ্যে তদন্ত চলাকালীন মৃত্যু হয়েছে ১৪ জনের। তালিকায় রয়েছেন তিন আইএএস অফিসার সহ তিন পদস্থ কর্তা। বিহারের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রও রয়েছেন এই তালিকায়।
ইতিমধ্যেই একটি পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত হয়ে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব রাঁচির বিরসা মুণ্ডা জেলে সাড়ে তিন বছরের সাজা ভোগ করছেন।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DuPnOq
January 24, 2018 at 01:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন