ভলভো ও এনবিএসটিসি-র বাসের ধাক্কায় জখম ২০

রায়গঞ্জ, ২৪ জানুয়ারিঃ একটি ভলভো বাসের পেছনে ধাক্কা যাত্রীবোঝাই সরকারি বাসের। আহত প্রায় ২০ জন যাত্রী। ঘটনাটি ঘটেছে করনদিঘী থানার বোতলবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। আহতদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে।

ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় রায়গঞ্জ থেকে শিলিগুড়ি গামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাস ৩৪ নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ভলভো বাসের পেছনে ধাক্কা মারে। আহত হয়েছেন বাসের চালকসহ ১৫ জন। আহতদের রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে। বাসের চালক জানিয়েছেন, কুয়াশাচ্ছন্ন রাস্তায় কিছু দেখতে না পেয়েই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও বাসটি খুবই ধীর গতিতেই চলছিল বলে জানান চালক। রায়গঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় শেঠ বলেন, দুর্ঘটনায় আহত দুই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় করণদিঘী থানার পুলিশ। পুলিশ ওই দুই বাসকে উদ্ধার করে করণদিঘি থানায় নিয়ে এসেছে।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2E31yTw

January 24, 2018 at 01:22PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top