সুরমা টাইমস ডেস্ক:: অবশেষে সস্তায় বিক্রি হলেন গেইল। নিলামে তৃতীয়বার নাম উঠার পর ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে তাকে দলে নিল কিংস ইলেভেন পাঞ্জাব।
ব্যাঙ্গালুরুতে গতকাল শনিবার থেকে শুরু হয়েছে আইপিএলের ১১তম আসরের খেলোয়াড় নিলাম। নিলামের প্রথম দিন গেইল অবিক্রীত থাকেন। অনেকেই হয়তো অবাক হয়েছিলেন। যাকে টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা বলা হয় সেই গেইলই আইপিএলে খেলবেন না!
তবে, অবশেষে তিনি আইপিএলে খেলতে চলেছেন। রোববার শেষ বিকালে তৃতীয়বারের মতো গেইলের নাম তোলা হয় নিলামে। একমাত্র কিংস ইলেভেন পাঞ্জাবই তাকে কেনার আগ্রহ দেখায়। তাই ভিত্তিমূল্যেই গেইলকে দলে পেয়ে যায় প্রীতি জিনতার দল।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে এবার আইপিএলে দল পেয়েছেন দুইজন ক্রিকেটার। দুই কোটি ২০ লাখ রুপিতে পেসার মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর দুই কোটি রুপিতে অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rO4UHA
January 28, 2018 at 09:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন