সুরমা টাইমস ডেস্ক:: নির্বাচনের বছরে কালো টাকা ছড়াছড়ির আশঙ্কা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘নির্বাচনকে সামনে রেখে কালো টাকার ছড়াছড়ি হতে পারে। এজন্য সতর্কতার সঙ্গে ব্যাংকগুলোকে অর্থ বিতরণ করতে হবে।
আজ রবিবার (২৮শে জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ব্যবসায়িক সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
এসময় অর্থমন্ত্রী বলেন, “ব্যাংকিং খাত নিয়ে সমালোচনা আছে। সেটা থাকবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বাজেট থেকে মূলধন সরবরাহ করাতেও সমালোচনা আছে। সমালোচনা থাকুক। তবুও বাজেট থেকে সরকারি ব্যাংকগুলোতে মূলধন যোগান দেওয়া হবে।”
অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান, রূপালী ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2GoIuzS
January 28, 2018 at 09:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন