আইনি জটিলতায় পশ্চিমবঙ্গে ১৪ বাংলাদেশি জেলে

সুরমা টাইমস ডেস্ক:: ভারতের পশ্চিমবঙ্গে আইনি জটিলতায় আটকা পড়েছেন ১৪ বাংলাদেশি জেলে। দেড় মাসেরও বেশি সময় ধরে রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সমুদ্রতটে দুর্ভোগ পোহাচ্ছেন তারা। খোলা আকাশের নিচে রাত্রিযাপন করতে হচ্ছে তাদের।

বাংলাদেশি জেলেদের মধ্যে রয়েছেন আলতাফ ফরাজি, জাকির মাঝি, রফিক মাঝি, সুবান সর্দার ভাইজার, বাবুল, সেলিম, জাহাঙ্গীর, রহিম, ইব্রাহিম, দুলাল, জয়নাল, সরিপ ও জসিমুদ্দিন।

জেলেরা জানিয়েছেন, ঠাণ্ডায় তারা চমর দুর্ভোগ পোহাচ্ছেন। খাবারও জুটছে না ঠিকমতো। তারা যাতে দ্রুত বাড়ি ফিরতে পারেন, সে জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন।

জেলে ও পশ্চিমবঙ্গ পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ই নভেম্বর রংপুরের ভাদুড়িয়া এলাকা থেকে চম্পা আক্তার নামের একটি ট্রলারে মাছ ধরার জন্য সমুদ্রে যাত্রা করেন ১৪ জেলে। এর একদিন পরই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়।

সমুদ্রে টানা পাঁচ দিন ভেসে থেকে ভারতীয় একটি ট্রলার দেখে সাহায্যের জন্য অনুরোধ জানান বাংলাদেশি জেলেরা। তাদের আবেদনে সাড়া দিয়ে ভারতীয় জেলেরা ওই ট্রলারটিকে টেনে দিঘায় নিয়ে যান।

খবর পেয়ে দিঘা মোহনা থানার পুলিশ ট্রলারে তল্লাশি চালায় এবং কাগজপত্র খতিয়ে দেখে। তবে তাদের গ্রেফতার দেখায়নি। পুলিশি নজরদারিতে ওই ট্রলারে রেখেই দেশে ফেরানোর উদ্যোগ নেয়া হয়।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অনুমোদন না আসায় জেলেদের ফেরত পাঠানো যাচ্ছে না।

অন্যদিকে রাজ্য সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, কোস্টগার্ড থেকে প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেছে। জেলেদের উত্তর ২৪ পরগনার হেমনগরে এসকর্ট করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2mzPVfw

January 13, 2018 at 09:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top