আজমতপুর সীমান্তে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
সোমবার দিবাগত রাত দেড়টায় ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল রাশেদ আলীর নেতৃত্বে আজমতপুর সীমান্তের ৫০ গজ বাংলাদেশের ভেতরে রিফুজিপাড়ায়  অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার হয়।
এব্যাপারে মঙ্গলবার বেলা ১১টায় এক প্রেস ব্রিফিং-এ তিনি জানান, ভারত থেকে সীমান্ত পেরিয়ে বস্তায় করে ওইসব আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য নিয়ে আসা এক ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে রাতের অন্ধকারে আবারও ভারতের ভেতরে পালিয়ে যায়। ফেলে যাওয়া বস্তায় তল্লাশী চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র, মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় ও ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০১-১৮



from Chapainawabganjnews http://ift.tt/2EQ5yWu

January 16, 2018 at 12:58PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top